ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ১৩:৩৯, ১৯ জুন ২০১৯

সরকার বিএনপিকে দুর্বল করার  চেষ্টা করছে ॥  মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ জুন ॥ সরকার বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে- এমন অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবদিক দিয়ে সরকার অনেক চেষ্টা করেছে- কি করে বিএনপিকে দুর্বল করা যায়। হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, অত্যাচার এবং নেতাকর্মীদের গুম করা হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি বরং বিএনপি আরও বেশি শক্তি অর্জন করেছে। তিনি আরও বলেন, বিএনপির মধ্যে যারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে আমার বুঝিয়ে দিব আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্ট করে কোন লাভ নেই। কারণ আমাদের এই লড়াই গণতন্ত্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই। আগামী দিনগুলোতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনগুলোকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আরও বলেছেন, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র তথা মানুষের জন্য সংগ্রাম করব এবং একদিন সেই সংগ্রামে অবশ্যই আমরা জয়ী হব। এজন্য আন্দোলনের কোন বিকল্প নেই বলে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, এখন এই সরকারের অত্যাচার থেকে মুক্তি পেতে ও গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতেই হবে । মির্জা ফখরুল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক কর্মীসভায় এসব কথা বলেন।
×