ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে নাটোরের আদিবাসী পরিষদ

প্রকাশিত: ০১:৪৯, ১৯ জুন ২০১৯

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে নাটোরের আদিবাসী পরিষদ

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ চলতি বছরের বাজেটে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীদের জন্য তুলনামূলক বেশি বাজেট বরাদ্ধ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, কৃতঙ্গতা ও অভিনন্দন জানিয়ে নাটোরের বড়াইগ্রামে আনন্দ র্যালী করেছে জাতীয় আদিবাসী পরিষদ। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাশেষে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপবৃত্তির চেক তুলে দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস এমপি। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আহ্বায়ক প্রদীপ লাকড়া, যুগ্ম আহ্বায়ক কালিদাস রায়, বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল, জাতীয় আদিবাসী পরিষদের বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি যাদু কুমার দাস, আদিবাসী নেতা রঘুনাথ এক্কা প্রমূখ।
×