ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে বড় অপরাধ নেই- ডিএমপি কমিশনার

উত্তরায় হিউম্যান হলার ইজিবাইক চলবে না ॥ মেয়রের ঘোষণা

প্রকাশিত: ০৯:৩২, ২০ জুন ২০১৯

উত্তরায় হিউম্যান হলার ইজিবাইক চলবে না ॥ মেয়রের ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ উত্তরার সড়কে অবৈধ পার্কিংয়ের কারণে চক্রাকার বাস চলাচলে সমস্যার জন্য স্থানীয় জনগণকেই দায়ী করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়া উত্তরা এলাকার ৬০ এ্যাভিনিউতে কোন ধরনের হিউম্যান হলার, ইজিবাইক, ব্যাটারি চালিত রিক্সা চলবে না বলে ঘোষণা দিয়েছেন মেয়র। অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতার কারণে রাজধানীতে বড় কোন অপরাধ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। বুধবার উত্তরায় চলমান চক্রাকার বাসের সেবার মান উন্নয়নে সকল স্তরের স্থানীয় নাগরিকদের এক মতবিনিময় সভায় মেয়র ও পুলিশ কমিশনার এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র বলেন, সম্প্রতি চালু হওয়া চক্রাকার বাস চলাচলে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আর এসবের জন্য উত্তরার বাসিন্দারাই মূলত দায়ী। তিনি বলেন, উত্তরায় অনেক চৌরাস্তা থাকার পরও আমরা সেবাটি সঠিকভাবে দিতে পারছি না। গাড়ি বিশেষ করে কার পার্কিংয়ের কারণে ফুটপাথ ও রাস্তাগুলো দখল হয়ে আছে। যেকারণে যানজট লেগে থাকে। দ্রুত চক্রাকার বাসগুলো চলাচল করতে পারছে না। ‘তাই আমি মনে করি এটার জন্য দায়ী আপনারা উত্তরাবাসীরা। আমরা সুন্দর উত্তরা গড়তে ও সুন্দর নগরী গড়তে কাজ করে যাচ্ছি। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।’ মেয়র বলেন, ৬০ এ্যাভিনিউতে কোন ধরনের হিউম্যান হলার, ইজিবাইক, ব্যাটারি চালিত রিক্সা চলবে না। আমরা দেখেছি এগুলোর আর প্রয়োজন নেই যদি চক্রাকার বাস সঠিকভাবে চলাচল হয়। অনুষ্ঠানে উত্তরায় শৃঙ্খলা ফেরাতে সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্তে সাধুবাদ জানান ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি বলেন, এলাকার শৃঙ্খলার স্বার্থে রিক্সা-লেগুনা অপসারণের যে সিদ্ধান্ত নিয়েছেন মেয়র আমি এজন্য তাকে ধন্যবাদ জানাই। সভায় পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীতে বড় অপরাধ প্রবণতা কমেছে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে। নগরবাসীর জানমালের নিরাপত্তায় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ সদস্যরা করে যাচ্ছেন। ডিএমপি কমিশনার বলেন, আইন মানব, শৃঙ্খলা আনব বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ নির্দেশনা রয়েছে। সিটি কর্পোরেশন, পুলিশ ও সেক্টর ভিত্তিক একটি করে টিম তৈরি করে শৃঙ্খলা ফেরানো সম্ভব। এছাড়া সেক্টর ভিত্তিক রিক্সার রং করে দেয়া হবে। সেখানে কোনটা কোন সেক্টরে চলবে সে নির্দেশনা থাকবে। তবে প্রয়োজনের অতিরিক্ত রিক্সা সড়ক থেকে অপসারণ করা হবে। ইজিবাইক সম্পর্কে কমিশনার বলেন, ডাইরেক্ট স্টপ করুন, কোথায় চলবে আমি জানি না, আমার ডিএমপিতে চলবে না। লেগুনা স্ট্যান্ড সরিয়ে আরও ভেতরে নেয়া হবে। অনুমতি ছাড়া নিয়ম না মেনে যারা গ্যারেজের জায়গায় বিউটি পার্লার, দোকানপাট করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ফুটপাথ দখলমুক্ত রাখতে কমিশনার বলেন, সিটির সহযোগিতা ও সেক্টর ভিত্তিক কল্যাণ সমিতির সহযোগিতা নিয়ে ফুটপাথমুক্ত করা সহজ হবে। এজন্য তাদের আন্তরিক সহযোগিতা দরকার।
×