ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেলিমা রহমান ও টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য

প্রকাশিত: ০৯:৩৩, ২০ জুন ২০১৯

সেলিমা রহমান ও  টুকু বিএনপির  স্থায়ী কমিটির  সদস্য

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের দুজনকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে ঘোষণা দেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এ ঘোষণা দেন বলেও জানান। রিজভী বলেন, আমাদের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। সেখানে আমাদের স্থায়ী কমিটির ক’টি পদ ফাঁকা থাকে। এরপর কমিটির কয়েকজন সদস্যের মৃত্যু হওয়ায় কিছু পদ শূন্য হয়ে পড়ে। এরই ভিত্তিতে শূন্য পদে সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রিজভী বলেন, মঙ্গলবার উচ্চ আদালত মানহানির অভিযোগে করা বানোয়াট দুই মামলা ছয় মাসের জামিন দিয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। কারণ এই দুটি ভুয়া মামলা সরকারী দলের যে ব্যক্তি করেছে সে মামলাবাজ ও মানুষের বিরুদ্ধে বানোয়াট মামলা করেই সে আনন্দ লাভ করে। তাকে সবাই চেনে ও জানে। যে অভিযোগে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ অসত্য। রিজভী বলেন, খালেদা জিয়ার মামলা নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যই প্রমাণ করে জামিনযোগ্য হলেও সরকারের কারণেই তাঁর জামিন হচ্ছে না। অর্থাৎ সরকার যদি খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে কোন হস্তক্ষেপ না করে, তাহলে তার জামিন হবে, তিনি মুক্তি পাবেন। সামনে আরও ২টি মামলায় খালেদা জিয়ার জামিন নিশ্চিত হলে উচ্চতর আদালতের ওপর মানুষের আস্থা বৃদ্ধি পাবে।
×