ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে অগ্নিকান্ড

প্রকাশিত: ০৯:৩৫, ২০ জুন ২০১৯

 বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার ॥ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মার্কেটের বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে বৈদ্যুতিক সাবস্টেশন ছাড়াও তার পাশে থাকা অন্তত পাঁচটি দোকান আংশিক পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত দশ লাখ টাকা। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার বেলা এগারোটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে নিচতলায় থাকা মার্কেটের বৈদ্যুতিক সাবস্টেশনটি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর সাবস্টেশনে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কেটে থাকা দোকানি ও ক্রেতারা দ্রুত দৌড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, আগুন দ্রুত সাবস্টেশনের পাশে থাকা দোকানগুলোতে ছড়িয়ে পড়ার উপক্রম হয়।
×