ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্ফিংসের রেপ্লিকা উদ্ধার!

প্রকাশিত: ০৯:৩৫, ২০ জুন ২০১৯

 স্ফিংসের রেপ্লিকা উদ্ধার!

মিসরে সম্প্রতি খনন চালিয়ে পাওয়া গেল তিন হাজার বছরের পুরনো মিসরীয় দেবতা স্ফিংসের মূর্তি। যার মুখমণ্ডল ভেড়ার মতো। সুইডেনের লান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ও মিসরীয় পুরাতত্ত্ব বিভাগের যৌথ প্রচেষ্টায় সংঘটিত এই খননকার্যে এছাড়াও পাওয়া গেছে হায়ারোগ্লাফিক অক্ষরে লিখিত ৩ হাজার ৩৫০ বছর আগেকার এক লিপি, বাজপাখির এক মূর্তি, ডানাওয়ালা সূর্যের খোদাই করা এক ভাস্কর্য। অপেক্ষাকৃত ছোট আকারের স্ফিংসের মূর্তিটি নির্মাণের আগে ‘ডেমো’ হিসেবেই বানানো হয়েছিল। স্ফিংস হলো এক প্রাচীন অবয়ব যার উল্লেখ গ্রীক ও মিসরীয় সভ্যতায় পাওয়া যায়। -লাইভ সাইন্স
×