ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘তিমির বমি’ বেচতে গিয়ে...

প্রকাশিত: ০৯:৪৬, ২০ জুন ২০১৯

 ‘তিমির বমি’ বেচতে গিয়ে...

এক কেজি ৩০০ গ্রাম ‘তিমির বমি’ বিক্রি করতে গিয়ে সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়েছেন রাহুল দুপারে নামে মুম্বাইয়ের ৫৩ বছর বয়সী এক বাসিন্দা। স্পার্ম প্রজাতির তিমির অন্ত্র থেকে বের হওয়া মোমজাতীয় পদার্থকে এ্যাম্বারগ্রিস বলা হয়। সুগন্ধি বানাতে ব্যবহৃত এ পদার্থ সাধারণত সমুদ্রের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ্যাম্বারগ্রিস ‘তিমির বমি’ নামেই বেশি পরিচিত। এ্যাম্বারগ্রিস সাধারণত এ্যালকোহল, ক্লোরোফর্ম, ইথারসহ নির্দিষ্ট কিছু উদ্বায়ী পদার্থ ও তেলে দ্রবীভূত হয়।-এনডিটিভি
×