ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্মার্টফোনের বর্ধিত কর প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ০৯:৫১, ২০ জুন ২০১৯

 স্মার্টফোনের বর্ধিত কর প্রত্যাহারের দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রস্তাবিত বাজেটে স্মার্টফোন আমদানির ওপর আরোপিত বর্ধিত কর প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এই সেক্টর উন্নয়নে পূর্বের ন্যায় ১০ শতাংশ আমদানি শুল্ক বহাল রাখার প্রস্তাব করেছে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী এ্যাসোসিয়েশন (বিএমবিএ)। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে স্মার্টফোন আমদানির ক্ষেত্রে বর্ধিত কর সম্পূর্ণ প্রত্যাহার করা হলে দেশের স্মার্টফোন বাজার আরও সমৃদ্ধ হবে। এছাড়া সরকার এ খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব লাভ করবে যা অর্থনীতির চাকাকে আরও গতিশীল করবে এবং ডিজিটাল বাংলাদেশ এর অগ্রযাত্রা অধিক ত্বরান্বিত হবে। অন্যথায় মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়া, ইন্টারনেট ব্যবহারকারী হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, মোবাইল ফোন আমদানি হ্রাস পেলে বিপুল অঙ্কের রাজস্ব হারাবে সরকার। লাখ মানুষের বেকার হওয়ার ঝুঁকি রয়েছে। এ অবস্থায় মোবাইল ফোন আমদানির ওপর থেকে সব ধরনের বাড়তি শুল্ক প্রত্যাহার করে নেয়া হোক।
×