ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বিকৃতি ॥ রিটকারীকে তলব

প্রকাশিত: ১০:০১, ২০ জুন ২০১৯

 বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বিকৃতি ॥ রিটকারীকে তলব

স্টাফ রিপোর্টার ॥ তথ্য গোপন রেখে বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বিকৃতি নিয়ে রিটকারী ড. কাজী এরতেজা হাসানকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৩০ জুলাই আদালতে সশরীরে উপস্থিত হয়ে তথ্য গোপন করার কারণ ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স বিষয়ে মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিতের আবেদন শুনানির জন্য ২৩ জুন নির্ধারণ করা হয়েছে। নতুন তারিখে আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে যুবলীগের দুই নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার স্থায়ী জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। বুধবার আপীল বিভাগের চেম্বার বেঞ্চ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে।
×