ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ বছর আগের মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারে!

প্রকাশিত: ১০:০৩, ২০ জুন ২০১৯

 পাঁচ বছর আগের মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারে!

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ বছর আগেই মেয়াদোত্তীর্ণ হলেও আমাশয়ের ওষুধ এমোডিস সিরাপ পাওয়া যাচ্ছে বাজারে। সেগুলো দেদার বিক্রিও হচ্ছে। বুধবার রাজধানীর বাড্ডা ও ভাটারা এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এর প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল ও আফরোজা রহমান। এ সময় জব্বার মন্ডল বলেন, মানুষ রোগ নিরাময়ের জন্য ওষুধ সেবন করে। যদি ওষুধ মেয়াদহীন ও ভেজাল হয় তাহলে নিরাময় নয় হবে মরণ। এজন্য রাজধানীর ফার্মেসিতে অভিযান চালানো হচ্ছে। বুধবার বাড্ডা ও ভাটারা এলাকায় অভিযান চালানো হয়েছে। এখানকার বেশিরভাগ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। অসচেতনতা ও বাড়তি মুনাফার লোভে এ কাজ করছে তারা। মানুষকে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। আইনকে তোয়াক্কা করা হচ্ছে না। হাইকোর্ট ফার্মেসিতে বিক্রি হওয়া মেয়াদোত্তীর্ণ ওষুধ এক মাসের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। এটিও তারা মানছেন না। আমরা অসৎ ব্যবসায়ীদের ধরছি। একইসঙ্গে আইন অনুযায়ী শাস্তি দিয়েছি। এর মধ্যে যমুনা ফিউচার পার্কের পাশে বিক্রমপুর ফার্মেসিতে তদারকি এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জরিমানাসহ জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করা হয়। এদিকে, বাজার তদারককালে বাড্ডা ও ভাটারা এলাকার চার ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ওষুধ বিক্রির অপরাধে বাড্ডার সেবা মেডিক্যাল হলকে ২০ হাজার, ভাটারার বিজয় ফার্মেসিকে ২০ হাজার, ইউসুফ ব্রাদার্স ফার্মেসিকে ২০ হাজার এবং বিক্রমপুর ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ফার্মেসিগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অভিযানে সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়-১১ এর সদস্যরা।
×