ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদে তথ্যমন্ত্রী

তথ্য অধিকার আইনে ৯৫ হাজার ২৩৩ তথ্য সরবরাহ করা হয়েছে

প্রকাশিত: ১০:০৩, ২০ জুন ২০১৯

 তথ্য অধিকার আইনে ৯৫ হাজার ২৩৩ তথ্য সরবরাহ করা হয়েছে

সংসদ রিপোর্টার ॥ তথ্য অধিকার আইনে ২০১৮ সাল পর্যন্ত ৯৫ হাজার ২৩৩টি তথ্য সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সদস্য হাবিবা খানের প্রশ্নের লিখিত জবাবে তিনি আরও জানান, আইন প্রণয়নের পর থেকে এ পর্যন্ত ৯৯ হাজার ২৩৮টি তথ্য প্রাপ্তির আবেদন পাওয়া যায়। সরকারী দলের শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ জানান, ঢাকাসহ সারাদেশে নিবন্ধনকৃত পত্রিকার সংখ্যা ৩ হাজার ১২৮টি। যারা নীতিমালা অনুসরণ করে পত্রিকা প্রকাশ করছে না, তাদের বিরুদ্ধে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি) মিডিয়া তালিকাভুক্তি বাতিল এবং ছাপাখানা ও প্রকাশনা ঘোষণা ও নিবন্ধিকরণ আইন, ১৯৭৩ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট ঘোষণাপত্র বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হয়।
×