ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভেজাল সারে বাজার সয়লাব ॥ দেখার কেউ নেই

প্রকাশিত: ১০:১০, ২০ জুন ২০১৯

 ভেজাল সারে বাজার সয়লাব ॥ দেখার কেউ নেই

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ১৯ জুন ॥ গফরগাঁওয়ে বিভিন্ন হাটবাজার ভেজাল সারে সয়লাব হয়ে গেছে। কৃষি অফিসের কর্মকর্তারা হাট-বাজারে তদারকি না করে নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। গত ৩ দিন উপজেলার গয়েশপুর, দত্তেরবাজার, বামুনখালী, বটতলা, গফরগাঁও বাজারসহ বিভিন্ন হাট-বাজারের সারের দোকান ঘুরে এই তথ্য পাওয়া গেছে। এতে প্রতারিত হচ্ছে কৃষক। জানা যায়, ফসফরাস, পটাশ, টিএসপি, দস্তা ও জিংকসহ বিভিন্ন প্রকারের সার বস্তার মুখ খুলে ভেজাল মিশ্রিত করে বাজারজাত করছে সার ব্যবসায়ীরা। এসব ভেজাল সারের দাম বেশি থাকলেও সাধারণ কৃষকদের কাছে, বিক্রি করছে কম দামে। প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে কৃষক। উপজেলার কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে এসব ভেজাল সার বাজারে বিক্রি হচ্ছে বলে জানান একটি বিশস্ত সূত্র।
×