ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে বিনামূল্যে ক্লাবফুট রোগের চিকিৎসা

প্রকাশিত: ১০:১২, ২০ জুন ২০১৯

 গাজীপুরে বিনামূল্যে ক্লাবফুট রোগের চিকিৎসা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে গত ৯ বছরে ৬৭০ শিশুকে ক্লাবফুট বা মুগুর পায়ের চিকিৎসা প্রদান করা হয়েছে। ঢাকার অস্ট্রেলিয়ান দূতাবাসের সহযোগিতায় দি গ্লেনকো ফাউন্ডেশনের ওয়াক ফর লাইফ প্রজেক্টের মাধ্যমে এসব শিশুকে বিনামূল্যে এ চিকিৎসা প্রদান করা হয়। ফলে জন্মগতভাবে পায়ের পাতা বাঁকা রোগে আক্রান্ত (মুগুর পা) এসব শিশু জীবনব্যাপী প্রতিবন্ধীত্বের হাত থেকে রক্ষা পেল। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি ডিপার্টমেন্ট শিশুদের এ রোগের চিকিৎসায় সহযোগিতা করে আসছে। এ হাসপাতালের একটি কক্ষ বরাদ্দ নিয়ে ২০১০ সাল থেকে অর্থোপেডিকস সার্জারি বিভাগের চিকিৎসক ডাঃ ওয়াকিল আহমেদের তত্ত্বাবধানে প্রতি বুধবার বিনামূল্যে ৩ বছরের কম বয়সী শিশুদের মুগুর পায়ের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত ৬৭০ জন শিশুকে চিকিৎসা প্রদান করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার বিশ্ব ক্লাবফুট দিবস পালন উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব অনুষ্ঠানে এসব তথ্য জানান ক্লিনিকটির ব্যবস্থাপক ও পনসেটি চিকিৎসক ডাঃ মোঃ জামিল হোসেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ তপন কান্তি সরকার প্রধান অতিথি হিসেবে এ র‌্যালিতে বক্তব্য রাখেন। এ সময় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক ডাঃ খাইরুল ইসলাম, অর্থোপেডিকস সার্জন ডাঃ ওয়াকিল আহমেদ, ডাঃ আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
×