ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় যুবক খুন

প্রকাশিত: ১০:১৩, ২০ জুন ২০১৯

 যশোরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় যুবক খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চিহ্নিত সন্ত্রাসী হিটার নয়ন গ্রুপের বোমা হামলায় সানি (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। মাদক বিক্রিতে বাধা দেয়ায় নয়ন গ্রুপের ছোড়া বোমার স্পিøন্টারে আহত হন সানি ও তার সহযোগী আনন্দ। মঙ্গলবার রাতে শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পাশে এ বোমা হামলার ঘটনা ঘটে। পরে যশোর হাসপাতালে চিকিৎসা নিতে এলে সেখানে দ্বিতীয় দফা হামলার শিকার হন তারা। এখানে দু’জনকেই নয়ন গ্রুপের সন্ত্রাসীরা ছুরিকাঘাত ও মারপিট করে। ফলে সানির মৃত্যু হয়। নিহত সানি শংকরপুর এলাকার ধনু মিয়ার ছেলে। সূত্র মতে, যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার ফারুক হোসেনের ছেলে সাহেদ হোসেন নয়ন ওরফে হিটার নয়ন একজন চিহ্নিত সন্ত্রাসী। খুলনার ট্রাকচালক ও হেলপার, শংকরপুরের হৃদয়, টার্মিনাল এলাকার হাদিউজ্জামান রিপন, প্রয়াত পাবলিক প্রসিকিউটর আবু জাফর মোহাম্মদ ফিরোজের ছেলে আবু শাহরিয়ার অর্ণব, রেলগেট পশ্চিমপাড়ার ইজিবাইকচালক রুবেল, রাজারহাটের রঞ্জু ডাকাত, সানিসহ অন্তত ৯টি হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, বোমা বিস্ফোরণ, মাদক ব্যবসা, মারামারি, চাকলাদার ফিলিং স্টেশনে হামলা ভাংচুর ও লুটপাট, বিস্ফোরক, হরিজন পল্লীতে হামলা, মন্দির ভাংচুর ও মাদকসহ দুই ডজন মামলা রয়েছে নয়নের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে নয়ন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার সময় হাসপাতালে নিয়ে আসা হয় সানি ও আনন্দকে। এ সময় নয়নের সহযোগী সন্ত্রাসীরা দ্বিতীয় দফা তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সানি ও আনন্দকে উপর্যুপরি ছুরিকাঘাত ও মারপিট করে। এতে সানির মৃত্যু হয়। উল্লেখ্য, মাস খানেক আগে ২ লাখ টাকা চাঁদা দাবিতে টার্মিনাল এলাকার মিঠু নামে এক মোটরসাইকেল মিস্ত্রিকে অপহরণ করে মারপিট করে। এ ঘটনায় মিঠু থানায় অভিযোগ দিলে আজও কোন ব্যবস্থা নেয়া হয়নি। নাটোরে কৃষককে জবাই নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, সিংড়ায় আছের আলী (৪৫) নামে এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার কৈডালা এলাকা থেকে জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে তাড়াই গ্রামের রবি প্রামাণিকের ছেলে। জানা গেছে, প্রতিদিনের মতো কৃষক আছের আলী মঙ্গলবার বিকেলে মাঠে থেকে ফিরে বাজারে যায়। কিন্তু রাতে সে আর ফিরে আসেনি। বুধবার সকালে স্থানীয়রা কৈডালা এলাকায় তার জবাই করা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
×