ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্বাভাবিক হারে বরফ গলছে

প্রকাশিত: ১০:৩৯, ২০ জুন ২০১৯

 অস্বাভাবিক হারে  বরফ গলছে

আমাদের এই পৃথিবী যেভাবে উষ্ণ হয়ে উঠছে, তাতে পরিবেশবিদ থেকে বিজ্ঞানী সবাই আতঙ্কিত। কেননা পুরো বিশ্বের তাপমাত্রা বেড়েই চলছে। এ ধরনের বিশ্ব উষ্ণায়নের জেরে প্রকৃতির চরিত্রও বদলে যাচ্ছে। দেখা যাচ্ছে কোথাও প্রচন্ড ঠান্ডা আবার কোথাও বা তাপপ্রবাহের জন্য মানুষের মৃত্যু হচ্ছে। কোথাও প্রবল বৃষ্টিপাতের জন্য বন্যা তো কোথাও আবার খরার কবলে পড়ে প্রাণ হারাচ্ছে পশু-পাখি। মানুষ হয়ে পড়ছে অসহায়। এই পরিস্থিতিতে পরিবেশ বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, গ্রীষ্ম প্রধান দেশগুলোতে যখন গ্রীষ্মকাল চলে সেই সময়ে সাধারণত বরফ গলতে থাকে গ্রীনল্যান্ডের। চলতি বছরে এই বরফ গলার পরিমাণ অন্য বছরের তুলনায় অনেক বেশি। সেই বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। পর্যবেক্ষণে দেখা গেছে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রীনল্যান্ডে দুই শ’ কোটি টন (যা প্রায় এক লাখ ৮১ হাজার ৪৩৭ কোটি কিলোগ্রাম) ওজনের পাহাড় সমান বরফখন্ড গলে গেছে। যার ফলে জর্জিয়া ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানী গবেষক থমাস মোটির অভিমত, এটা স্বাভাবিক ঘটনা নয়। গত প্রায় দুই দশক ধরেই গ্রীনল্যান্ডের ধারাবাহিকভাবে বরফ গলে যাওয়ার জেরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার থেকেও চিন্তার বিষয় হলো- এই বরফ গলার পরিমাণও ক্রমশ বেড়ে যাচ্ছে। -বিবিসি
×