ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়া উপনির্বাচন সুষ্ঠু হবে ॥ সিইসির আশাবাদ

প্রকাশিত: ১০:৪১, ২০ জুন ২০১৯

 বগুড়া উপনির্বাচন  সুষ্ঠু হবে ॥  সিইসির আশাবাদ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনকে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের মতো সমান গুরুত্ব দেয়া হচ্ছে বলে উল্লেখ করে বলেছেন, ২৪ জুন বগুড়ার নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন। বগুড়া সদর আসনের উপনির্বাচন উপলক্ষে বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি দুপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের ইভিএম প্রশিক্ষণে দিকনির্দেশনা দেন। একাদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের নির্বাচন (শূন্য আসনের উপনির্বাচন) উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এ সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিব মোঃ আলমগীর হোসেন। রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নুর উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনপূর্ব শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় জানান হয়, নির্বাচনে বগুড়া আসেন ৩ লাখ ৮৭ হাজার ৪শ ৫৮ জন ভোটার রয়েছেন। ১৪১টি কেন্দ্রে তাদের ভোটগ্রহণ করা হবে।
×