ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্ব সুখী দিবস আজ

প্রকাশিত: ১০:৪২, ২০ জুন ২০১৯

 বিশ্ব সুখী দিবস  আজ

স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ এতদিন জানা ছিল, যে দেশ যত ধনী যার যত বিত্ত সে তত সুখী। এই ধারণা ভুল। কথাটি সত্যি নয়। প্রমাণ করে দিয়েছে জাতিসংঘের সংস্থা এসডিএসএন (সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক)। জনমত জরিপ সংস্থা গ্যালপের উপাত্তের ভিত্তিতে সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে- বিত্তের সঙ্গে সুখের কোন সম্পর্ক নেই। সুখ নির্ভর করে বিশেষ ৬ উপাদানের ওপর। এরওপর ভিত্তি করে প্রতিবছর সুখী দেশের ‘র‌্যাঙ্কিং’ করা হয়। এ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে প্রথম স্থান পেয়েছে ফিনল্যান্ড। গত বছরও ফিনল্যান্ড এক নম্বরে ছিল। অবাক হওয়ার বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য (ব্রিটেন), অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপানসহ উন্নত দেশগুলো বিশ্ব সুখী তালিকার মধ্যভাগেও নেই। বিশ্বের সুখী প্রথম পাঁচটি দেশের বাকিগুলো হলো ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড ও নেদারল্যান্ড। এমন একটি তালিকা নিয়ে আজ (২০ জুন) বাংলাদেশসহ বিশে^র ১৫৬ দেশে পালিত হচ্ছে বিশ্ব সুখী দিবস।
×