ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খোকন ভূঁইয়া

বাংলাদেশের ছবিতে কাজ করতে চাই ॥ মেঘলা মুক্তা

প্রকাশিত: ১১:৩৬, ২০ জুন ২০১৯

 বাংলাদেশের ছবিতে কাজ করতে চাই ॥ মেঘলা মুক্তা

বাংলাদেশী মেয়ে মেঘলা মুক্তা। অভিনয় করেছেন যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও ‘নবাব’-এ। ঢাকার অনেক তারকাই ভারতীয় ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। পেয়েছেন সফলতাও। তবে এদের সবাইকে ছাপিয়ে তেলেগু ইন্ডাস্ট্রির মূলধারার ছবিতে অভিনয় করে চমকে দিয়েছিলেন মেঘলা মুক্তা। গত বছর দেশের গণ্ডি পেরিয়ে অভিষেক ঘটে তেলেগু ছবিতে। ছবির নাম ‘সাকালাকালা ভাল্লাবুডু’। গত ১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায় ভারতে। প্রথম ছবিতেই সেখানকার নির্মাতাদের নজরে এসেছেন মেঘলা। চুক্তিবদ্ধ হন নতুন আরেকটি ছবিতে। ছবিটির নাম ‘ইয়্যারা চ্যারা’, পরিচালক সুমন। ভৌতিক গল্পের এই ছবির এরইমধ্যে ৬০ ভাগ শূটিংও সম্পন্ন হয়েছে। বাকি অংশের শূটিংয়ের জন্য গত ১২ জুন হায়দ্রাবাদ গেলেন মেঘলা। ছবিটিতে মেঘলার নায়ক হিসেবে আছেন শ্রীকান্ত। নতুন কাজটি নিয়ে দারুণ আশাবাদী মেঘলা। ‘ইয়্যারা চ্যারা’ ছবিটি নিয়ে জানতে চাইলে মেঘলা বলেন, এটি ভৌতিক গল্পের ছবি। সাধারণত ভৌতিক ছবি যে রকম হয় সে রকমই এটি। আমার বিপরীতে অভিনয় করছেন তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা শ্রীকান্ত। গল্পটি শুনেই কাজ করার জন্য রাজি হই। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য ভালভাবে প্রস্তুতি নিয়ে কাজটি শুরু“করি। সিনেমাটির প্রায় ৬০ ভাগ কাজ শেষ। আমার অংশেরও কাজ প্রায়ই শেষ। ভৌতিক ছবির জন্য প্রস্তুতি ভৌতিক ছিল (হা.হা.হা.)। আমি নতুন এ কাজটি নিয়ে বেশ আশাবাদী। সিনেমাটিতে কীভাবে যুক্ত হলেন? ‘আমার প্রথম ছবি যখন রিলিজ হয় তারপর থেকে অনেক ছবির প্রস্তাব পেয়েছি। তবে গল্প পছন্দ হয়নি বলে কাজ করা হয়নি। এ ছবির গল্প ভাল ছিল বলেই কাজটি করছি।’ ভাষা নিয়ে সমস্যা হচ্ছে না? না এখন আর সমস্যা হয় না। ভাষার বিষয়টি নিয়ে আমি প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম। কারণ আপনি জানেন তেলেগু ভাষাটা আমাদের জন্য বেশ কঠিন। তবে ব্যাঙ্গালুরু আমাদের অডিশন হয়। অডিশনটা মূলত হিন্দী ভাষায় হয়ে থাকে। আর তারা অভিনয় এবং নাচের কতটা পারদর্শী এই বিষয়টির দিকে গুরুত্ব দিয়ে থাকেন। পরে তো আমাকে তারা চূড়ান্ত করলেন। তবে শুরুতে বেশ কষ্ট করতে হয়েছে। এখন বেশ সহজ মনে হচ্ছে। মেঘলা বলেন, ‘ভারতে গিয়ে তেলেগু ভাষার ছবিতে অভিনয় করা আসলেই কঠিন একটা কাজ ছিল। কোন দিনই এমন সুযোগ পাবো বলে আশা করিনি। এটা এক অন্য রকমের অভিজ্ঞতা।’ তেলেগু ছবিতে বেশ সরব। বাংলাদেশের ছবিতে দেখা যাচ্ছে না কেন? কারণ, বাংলাদেশের কোন ছবির জন্য এখনও প্রস্তাব আসেনি। প্রস্তাব আসলে অবশ্যই কাজ করব। ভাল-খারাপ যাই হোক না কেন আগে প্রস্তাব আসেতে হবে তো..! আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী নয়। আগ্রহী হলে গত এক বছরে তারা কাজের প্রস্তাব দিতেন। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী নয়। যার কারণে প্রস্তাব আসে না। নিজ দেশে কাজ করার জন্য মুখিয়ে আছি। যে কোন ভাল গল্প পেলে অবশ্যই কাজ করব। বাংলাদেশে কার সঙ্গে কাজ করতে আগ্রহী? এমন প্রশ্নের জবাবে মেঘলা বলেন, আমি ইতেমধ্যে বাংলাদেশের নম্বর ওয়ান নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করেছি। তিনি সহশিল্পী হিসেবে অনেক হেল্পফুল। শাকিব ভাইয়ের সঙ্গে নায়িকা হিসেবে কাজ করতে চাই। এবং আর একটি নাম না বললেই নয় সিয়ামের সঙ্গে কাজ করতে চাই। কিছুদিন আগে তার দুটি ছবি দেখি। তার ছবি দেখার পর তার সঙ্গে কাজ করতে ইচ্ছে জাগে। দহন আর পোড়ামন-২ ছবি দুটিতে তার অভিনয় দেখে আমি মুগ্ধ। কখনও সুযোগ হলে সিয়াম এর বিপরীতে কাজ করব। তেলেগু ছবির ইন্ডাস্ট্রি থেকে আমাদের ইন্ডাস্ট্রি কতটা পিছিয়ে? টেকনিক্যাল দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে। সিনেমার জন্য বাজেট গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখা গেছে যে আমাদের দেশে অনেক বাজেট দিয়েও এগিয়ে যেতে পারছি না। কারণ, আমরা টেকনিক্যাল দিক দিয়ে অনেক পিছিয়ে।
×