ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

থমকে যাওয়া ছবির খবর

প্রকাশিত: ১১:৩৭, ২০ জুন ২০১৯

  থমকে যাওয়া ছবির খবর

বাংলা চলচ্চিত্রের দুর্দশা যেন কাটছেই না। ক্রমশ কমছে চলচ্চিত্রের সংখ্যা। আর এর কারণ হিসেবে প্রযোজক ও নির্মাতাদের দিকে আঙ্গুল দেখাচ্ছেন সিনেমাপ্রেমীরা। প্রায়ই দেখা যায় ঘটা করে মহরত হয় নতুন নতুন সিনেমার। কিন্তু ক্যামেরা আর চালু হয় না। কয়েক বছর ধরে এমন অনেক চলচ্চিত্র শুরুতেই থমকে গেছে। তাছাড়া বাংলা চলচ্চিত্রে প্রযোজক সঙ্কট অনেক বছর ধরে দেখা যাচ্ছে। এখানে অর্থলগ্নি করে ফেরত পাওয়া যায় না! তাই কমে গেছে ছবি নির্মাণের সংখ্যাও। দিন দিন বেকার হয়ে পড়ছেন এফডিসিকেন্দ্রিক অভিনয়শিল্পী-কলাকুশলীরা। এতে করে খাদের কিনারায় পা দোলাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রশিল্প। তেমনই থমকে যাওয়া কয়েকটি ছবির খবর নিয়ে আনন্দকণ্ঠের পাঠকদের জন্য আজকের প্রতিবেদন। ‘কাঙ্গাল’ বেশ কয়েক বছর অপু বিশ্বাসের হাতে ছিল না নতুন ছবি। বেকারই কাটছিল এক সময়ের ব্যস্ত এই নায়িকার দিনকাল। আর তখনই পরিচালক বদিউল আলম খোকন ঘোষণা দেন ‘কাঙ্গাল’ ছবির। নায়িকা হিসেবে অপু বিশ্বাসকে চুক্তিবদ্ধ করেন। ২০১৭ সালের ১৪ নবেম্বর রাজধানীর এক রেস্তরাঁয় ‘কাঙ্গাল’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। অপুর বিপরীতে অভিনয় করবেন ডিএ তায়েব ও বাপ্পী চৌধুরী। তবে ছবি ঘোষণা দেয়ার দীর্ঘদিন পার হলেও এখনও ছবিটির খবর নেই। ছবিটি নির্মিত হবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে। ‘কাঙ্গাল’ এর খবর জানতে ছবির পরিচালক বদিউল আলম খোকন এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ‘জ্যাম’ গত বছর ২৩ জুলাই ঢাকা ক্লাবে জমকালো আয়োজনে ‘জ্যাম’ নামে ছবির মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমও। অভিনেতা ও প্রযোজক মান্নার প্রয়াণের পর কৃতাঞ্জলি চলচ্চিত্রের প্রথম নিবেদন ‘জ্যাম’। ১০ বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি তৈরি করবেন। প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী মান্না ছবিটি প্রযোজনা করছেন। ছবির নাম রেখেছেন ‘জ্যাম’। পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এই জমকালো মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেলী মান্না, ছবির নায়ক-নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস, পূর্ণিমা, সুচন্দা ও এটিএম শামসুজ্জামান, মান্নার ছেলে সিয়াম ইলতিমাস, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকে। এ ছবির মূল ভাবনা প্রয়াত আহমেদ জামান চৌধুরী। আর ছবির কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না। ছবির সংলাপ ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। মহরতেই জানানো হয় ‘জ্যাম’ ছবির শূটিং শুরু হবে ওই বছর অক্টোবর মাসেই। তবে ঘোষণা দেয়ার পর এখনও ক্যামেরা চালু হয়নি। কবে হবে শূটিং জানতে চাইলে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল জানান, সেপ্টেম্বর মাসে ছবির শূটিং শুরু“হবে। ‘মা’ ‘মা’ ছবির ত্রিশ শতাংশ কাজ শেষ করেই নিখোঁজ হয়েছিলেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৪ জানুয়ারি এফডিসিতে এই ছবির শূটিং শুরু হয়। টানা ১০ দিন শূটিং করা হয় এফডিসি ও পুবাইলে। সেখানে অংশ নেন শাকিব খান ও অপু বিশ্বাস। খোঁজাখুঁজির পর যখন অপুর কোন হদিস পাওয়া যাচ্ছিল না, তখন অনেকটা দিশেহারা হয়েই নায়িকা বদলের সিদ্ধান্ত নেন পরিচালক। গত বছরের শেষ দিকে ‘মা’ ছবিতে নতুন করে চুক্তিবদ্ধ হন বুবলি। তার পর পার হয়ে গেছে দুই বছর। বুবলিকে নিয়ে ছবিটির শূটিং শুরু হয়নি। এ ছবি প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল বুবলির কাছে। তিনি বলেছেন, কবে হবে কিংবা আদৌ হবে কিনা কিছুই জানেন না তিনি। বুবলি বলেন, ‘আমার সঙ্গে চুক্তি হয়েছে। পারিশ্রমিকের কিছু অংশ পেয়েছি চুক্তি সইয়ের সময়ে। এখন ছবিটির আপডেট পরিচালকই ভাল জানেন।’ এ প্রসঙ্গে পরিচালক কালাম কায়সারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছবিটি আগের অবস্থাই আছে, সর্বশেষ কোন আপডেট নেই। ছবিটি কি আলোর মুখ দেখবে? এমন প্রশ্নের প্রতি উত্তর দিতে পারেননি পরিচালক কালাম কায়সার। ‘কলঙ্ক’ ২০১৬ সালের ৯ মে মগবাজারের শ্রুতি স্টুডিওতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ‘কলঙ্ক’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। ছবিটি পরিচালনায় থাকছেন এম এ আউয়াল পিন্টু। মহরত অনুষ্ঠানে চিত্রনায়িকা তানিন সুবহার বিপরীতে নায়ক হিসেবে পরিচয় করে দেয়া হয় নবাগত সাহিল পারভেজকে। মহরতের পর কেটে গেছে কয়েকটি বছর তারপরও ছবিটির শূটিংয়ের খবর নেই। এ প্রসঙ্গে পরিচালক এম এ আউয়াল পিন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছবিটির শূটিংয়ে যেতে আরও কিছুদিন সময় লাগবে। তবে তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি কবে নাগাত শূটিং হবে। ‘কাটপিছ’ ১০ সেপ্টেম্বর চিত্রনায়িকা পপির জন্ম তারিখ। জন্মদিনের উপহার হিসেবে ‘রাজনীতি’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস পপিকে নিয়ে ঘোষণা দেন নতুন ছবি ‘কাটপিছ’-এর। ওই দিনেই প্রকাশ পায় নামের সঙ্গে সঙ্গতি রেখে সিনেমাটির একটি ফার্স্টলুক পোস্টার। আর এ পোস্টারটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম শুরু হয়েছিল নানা জল্পনা-কল্পনা। আরশীনগর ফিল্মসের ব্যানারে ছবিটির পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন বুলবুল বিশ্বাস নিজেই। এতে পপির বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন; সেটির জন্য অপেক্ষা করতে বলা হয়। ছবিটির শূটিং শুরু হবার কথা ছিল চলতি বছরের জানুয়ারি মাসে। তবে শূটিংয়ের আগেই ছবিটি নিয়ে শুরু“হয় ঝামেলা। যার কারণে থমকে রয়েছে ‘কাটপিছ।’। শূটিং শুরু হওয়ার আগেই আপনার কিছু ছবি দিয়ে পোস্টার প্রকাশিত হয়েছে। তা নিয়ে বেশ আলোচনাও হয়। কিন্তু ছবির শূটিংয়ের কোন খবর নেই। কিন্তু কেন? জবাবে পপি বলেন, ‘দেরি হওয়ার কারণ, প্রযোজক নিজেই ছবির নায়ক হতে চান। তাই ঝামেলা তৈরি হয়। সবাই মনে করছে ফিল্ম খুব সহজ। আসলে মোটেও সহজ নয়। ফিল্মের আলাদা একটা ভাষা আছে। টাকা থাকলে যে কেউ প্রযোজক হতে পারে। আসলে এখন পেশাদার প্রযোজক না থাকার কারণে চলচ্চিত্রের বারোটা বেজে যাচ্ছে। টাকা থাকলেই প্রযোজনায় এসে হিরো হতে চাওয়ার বিষয়টি মাথায় থাকা ঠিক না। হিরো হতে অনেক গুণাবলী থাকতে হয়। তবে একটি কথা বলতে চাই যে, ‘কাটপিছ’ ছবির প্রযোজক যদি নায়ক হওয়ার যোগ্য হয় তাহলে তার নায়ক হওয়া উচিত। যোগ্যতা না থাকলে জোর করে নায়ক হলে দর্শক তা গ্রহণ করবে না। দিন শেষে ছবিটি থুবড়ে পড়বে।’
×