ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

‘কবির সিং’ ব্যর্থ প্রেমিকের গল্প

প্রকাশিত: ১১:৩৭, ২০ জুন ২০১৯

 ‘কবির সিং’ ব্যর্থ  প্রেমিকের গল্প

কবির সিং, পেশায় একজন সার্জন। অপারেশনের মাধ্যমে রোগীদের সুস্থ করে তোলাই তার কাজ। কিন্তু একজন দায়িত্বশীল চিকিৎসক হলেও কবির সিং সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকে। মদের নেশায় নিজেকে ক্রমেই ধ্বংস করে চলেছে মানুষটি। অথচ এক সময় কবির সিং ছিল টগবগে প্রাণবন্ত এক যুবক। তার দ’চোখে অনেক স্বপ্ন ছিল। প্রীতি নামে একটি মেয়েকে ভালবাসত সে। প্রীতিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নে বিভোর থাকত কবির। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিতভাবে প্রীতির সঙ্গে বিয়ে হয়ে যায় অন্য একজনের। প্রেমিকাকে হারিয়ে ভীষণভাবে ভেঙ্গে পড়ে সম্ভাবনাময় এই তরুণ। পাস করা চিকিৎসক হলেও মদের নেশায় ডুবে গিয়ে সব দুঃখ-বেদনা-হতাশা ভুলতে চায় কবির সিং। কিন্তু এভাবে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সে। যা তার পরিবারের সবাই চরমভাবে ব্যথিত করে। তারা নানাভাবে চেষ্টা করে কবিরকে মদের নেশা থেকে মুক্ত করে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। তেমন নাটকীয় গল্প নিয়ে নির্মিত হয়েছে বলিউডি নতুন সিনেমা কবির সিং। যা এ সপ্তাহে মুক্তি পাচ্ছে। শহীদ কাপুর অভিনয় করেছেন নাম ভূমিকায়। দক্ষিণী চিত্রনির্মাতা সন্দীপ ভাঙ্গা ২০১৭ সালে নির্মাণ করেছিলেন ‘অর্জুন রেড্ডি’ ছবিটি। তামিল ভাষায় নির্মিত সিনেমাটি বেশ সাড়া জাগালে পরিচালক সন্দীপ ভাঙ্গা হিন্দীতে এর রিমেক করার ঘোষণা দেন। হিন্দী ছবিটিতে নাম ভূমিকায় রণবীর সিংহকে কাস্ট করার ব্যাপারে প্রাথমিকভাবে চিন্তা-ভাবনা করলেও শেষ পর্যন্ত তার বদলে শহীদ কাপুরকে নেয়ার সিদ্ধান্ত নেন। তবে এর ফাঁকে ছবির প্রযোজক অর্জুন কাপুরকে প্রধান চরিত্রে নিতে চাইলে পরিচালক সন্দীপ ভাঙ্গা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। কারণ ততদিনে তিনি শহীদ কাপুরের সঙ্গে কবির সিং ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের বিষয়ে এক ধরনের পাকা কথা দিয়ে ফেলেছেন। অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত শহীদ কাপুরই কবির সিং এর ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। চরিত্রটি অভিনয়ের জন্য শহীদ কাপুরকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে। শুরুর দিকে বেশ কয়েক কেজি কমাতে হয়েছে তাকে। আবার মাদকাসক্ত, প্রেমে ব্যর্থ বিপর্যস্ত কবির সিংয়ের প্রেমিকা প্রীতি চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। শুরু থেকেই পরিচালকের পছন্দের নায়িকা হলেও নতুন প্রজন্মের আরেক নায়িকা তারা সুতারিয়ার কথা ভাবা হয়েছিল প্রীতির ভূমিকায়। তবে স্টুডেন্ট তার ‘দ্য ইয়ার টু’ ছবিটির মুক্তি বিলম্বিত হওয়ায় তারা কবির সিং ছবিতে কাজ করতে পারেননি। কিয়ারাকে একজন ইনোসেন্ট, ইমেজের মেয়ে হিসেবে দেখা যাবে এ ছবিতে। কবির সিংয়ের সঙ্গে প্রেম থাকলেও শেষ পর্যন্ত তার বিয়ে হয়ে যায় অন্য একজনের সঙ্গে। তামিল ভাষায় নির্মিত ‘অর্জুন রেড্ডি’ ছবির রিমেক হলেও ‘কবির সিং’ ছবিতে অনেক বিষয়ে অনেক এগিয়ে থেকেছেন পরিচালক সন্দীপ ভাঙ্গা। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘অর্জুন রেড্ডি’ ছবিতে যা আমি দেখাতে পারিনি, যেখানে আমি গ-ীবদ্ধ ছিলাম হিন্দীতে ‘কবির সিং’ বানাতে গিয়ে আমি আমার পুরনো সীমাবদ্ধতা দুর্বলতাগুলোকে অতিক্রম করেছি। দর্শক এ ছবিতে অনেক বোল্ড হিসেবে দেখতে পারেন কবির সিংকে। তার তুলনায় অর্জুন রেড্ডি অনেকটাই দুর্বল ছিল। বলিউডে এর আগেও অনেক তামিল তেলেগু সিনেমার রিমেক হয়েছে। দর্শক নতুনভাবে হিন্দী ছবিটিকে গ্রহণ করেছেও। কবির সিংকে পাঞ্জাবী মানুষ হিসেবে পর্দায় তুলে ধরতে অনেক সাংস্কৃতিক পরিবর্তন আনতে হয়েছে চিত্রনাট্যে। ব্যর্থ প্রেমিকের গল্প নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক সিনেমা তৈরি হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘দেবদাস’-এর মতো ব্যর্থ প্রেমিক চরিত্র সৃষ্টি করে অমর হয়ে আছেন। দেবদাসও প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে ধ্বংসের নেশায় মেতেছিল, কবির সিংকেও একালের দেবদাস ভাবা যায়। সমকালীন সামাজিক প্রেক্ষাপটে কবির সিংকে ব্যর্থ প্রেমিকদের প্রতিনিধি বিবেচনা করা যায়। শহীদ কাপুর আজকাল খুব কম ছবিতে কাজ করছেন। ৩৮ বছর বয়সী এই অভিনেতাকে গত কয়েক বছর ‘উড়তা পাঞ্জাব’, ‘রাংগুন’, ‘পদ্মাবত’, ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিগুলোতে দেখা গেছে। প্রতিটি ছবিতে নিজেকে ভিন্ন আঙ্গিকে ব্যতিক্রমধর্মী চরিত্রে উপস্থাপনের চেষ্টা করেছে। এবার ‘কবির সিং’ ছবিতে তিনি চ্যালেঞ্জিং অভিনয়ের চমক নিয়ে আসছেন।
×