ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সালমানের ‘ভারত’ নাম ঠিক ছিল

প্রকাশিত: ১১:৩৮, ২০ জুন ২০১৯

সালমানের ‘ভারত’ নাম ঠিক ছিল

নাজনীন বেগম ॥ এবারের ঈদে মুক্তি পাওয়া সালমানের ‘ভারত’ ছবিটিকে বিভিন্নভাবে বাণিজ্যিক হিসাব নিকাশের আবর্তে মূল্যায়ন করা হলেও এর শিল্পমানটিও বিশেষ বিবেচনায় আনা সঙ্গত। বলিউডের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান খান নিজেই নিজেকে সব সময় অতিক্রম করে যান। সেটা শুধু তার অর্থ বাণিজ্যেই নয়- শৈল্পিক সুষমাও তাকে প্রতিবারই এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। ঈদের ছুটিতে প্রেক্ষাগৃহে বসে বিনোদন উপভোগ করার বিশেষ আয়োজন তো সালমান খানই সারা বছর ধরে তৈরি করতে থাকেন। আলী জাফর আব্বাস পরিচালিত ছবিটির সালমান খানের নায়িকা হিসেবে যাকে দেখা যায় দর্শক মাতানো শিল্পী ক্যাটরিনা কাইফ কে। অভিনয় যে বাস্তবের চেয়ে নিখুঁত এবং সাবলীল হতে পারে তা ‘ভারত’ সিনেমার দুই অপ্রতিদ্বন্দ্বী শিল্পী দর্শকদের আরও একবার মনে করিয়ে দিলেন। আর ‘ভারতের’ পিতার ভূমিকায় জ্যাকি শ্রফের অনবদ্য অভিনয় কুশলতা দর্শকদের মুগ্ধতার স্রোতে ভাসিয়ে নেয়। উত্তাল সময়ের বিক্ষুব্ধ রাজনৈতিক উন্মত্ততায়। গল্পের গতি নির্ণীত হলেও অভিনয় নৈপুণ্যে প্রত্যেকেই ছবির শিল্পমানকে নানামাত্রিকে উদ্দীপ্ত করতে সচেতন ছিলেন। ফলে সেই মাত্রায় ছবির বিনোদন উৎসারণও ছিল দর্শকদের নজরকাড়া। ‘ভারতের’ নাম ভূমিকায় সালমান খান নিজেই তার অসামান্য কৃতিত্বকে দেশমাতৃকার শৃঙ্খল মোচনই শুধু নয় অনিবার্য প্রতিবেশকেও সালমান খান যেভাবে আত্মস্থ করেছেন তার কোন জবাবই নেই। ছবির নামের সঙ্গে নিজের ভূমিকাকে অনবদ্য করাই শুধু নয় ভারত বিভাগের অনাকাক্সিক্ষত প্রতিবেশে স্বজনদের বিচ্ছিন্ন হওয়ার দুঃসহ ব্যক্তিত্বে। দেশপ্রেমে, আদর্শিক বোধে, নীতি-নিষ্ঠতায় চরিত্রকে যেভাবে সমুজ্জ্বল ও যথার্থ করতে হয়েছে তা অনুভব করতে গেলে ছবিটি অবশ্যই দেখতে হবে। দেশ বিভাগের অস্থির সময়ে ভারত যখন পিতামাতা, ভাই-বোনকে নিয়ে পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের কঠিন পর্বে বাবা ও বোনকে বিচ্ছিন্ন হতে দেখে তখন সে মাত্র উদীয়মান এক কিশোর। ছোট বোনটিও এক অবোধ বালিকা। সেই বিচ্ছিন্ন অবস্থায় জীবনের বহু বছর কেটে যায়। যোগ হয় নতুন আরও অনেক কিছু। তবে ফেলে আসা সময়গুলো মাঝে মধ্যে তাড়া করে। নতুন সময়ের অবগাহনে কত স্মৃতি ভুলে থাকতে হয়েছে। এমন টানাপোড়েন আর মানসিক সঙ্কটে শেষ অবধি বোনের সঙ্গে মহামিলনের সুবর্ণ সময়টুকু দর্শকরা দারুণভাবে উপভোগ করে। বাণিজ্যিক সফলতা যেমন কোন সিনেমাকে একটা বিশেষ লক্ষ্যে পৌঁছায় তেমনি মানসম্মত শৈল্পিক আবেদন ও বিনোদন জগতকে অনন্য সুষমার ভরিয়ে তোলেন। আর ভারত সেই মাত্রারই শৈল্পিক মাধ্যম।
×