ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দঃ আফ্রিকা ২৪১/৬, হাশিম আমলার ৮ হাজার রান

প্রকাশিত: ১১:৪৭, ২০ জুন ২০১৯

 দঃ আফ্রিকা ২৪১/৬, হাশিম আমলার  ৮ হাজার রান

স্পোর্টস রিপোর্টার ॥ সেমির রেসে টিকে থাকতে জিততেই হবে, বিশ্বকাপে এমন ম্যাচে ব্যাটিংয়ে মোটেই সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বার্মিহ্যামে বুধবার বৃষ্টিবিঘ্নিত দিনে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে পুনঃনির্ধারিত ৪৯ ওভারে ৬ উইকেটে মাত্র ২৪১ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ইংল্যান্ডে চলতি বিশ্বকাপে দলগুলো যেখানে হরহামেশা তিন শ’-সাড়ে তিন শ’ রানের স্কোর গড়ছে সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রোটিয়াদের এই অবস্থা করুণই হবে। কিউইদের সাঁড়াশি বোলিং আক্রমণের মুখে কেবল হাসিম আমলা (৮৩ বলে ৫৫) আর ভ্যান ডার ডুসেনই (৬৪ বলে ৬৭*) কিছুটা স্বচ্ছন্দ ছিলেন। ২৩ রান করে আউট হন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। এদিন বিরাট কোহলির পর ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম ৮ হাজারি ক্লাবে নাম লেখান আমলা। ক্যারিয়ারে ১৭৮ ম্যাচে ১৭৬ ইনিংসে ব্যাট করে ২৭ সেঞ্চুরি ও ৩৭টি ফিফটি আছে তার। কিউইদের বিপক্ষে এদিন ব্যক্তিগত ২৪ রান করার পরই ৮ হাজার রান পূরণ করেন আমলা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৮ হাজারের তালিকায় শীর্ষে থাকা কোহলি খেলেছেন ১৭৫ ইনিংস। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচসহ আমলার লেগেছে কোহলির চেয়ে মাত্র এক ইনিংস বেশি। তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রান করেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। নিউজিল্যান্ডের হয়ে পেসার লোকি ফার্গুসন নিয়েছেন ৩ উইকেট।
×