ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অনুর্ধ-১৬ জাতীয় মহিলা ফুটবল

প্রকাশিত: ১১:৪৮, ২০ জুন ২০১৯

 অনুর্ধ-১৬ জাতীয় মহিলা ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার থেকে বাফুফে-ইউনিসেফ অনুর্ধ-১৬ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের (ট্যালেন্ট হান্ট) প্রথমপর্বের খেলা দেশের ছয়টি ভেন্যুতে শুরু হচ্ছে। ৩৯টি জেলা দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে এই আসরে খেলবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল মেম্বার, এএফসি এবং বাফুফের সদস্য এবং বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ইউনিসেফের চীফ কমিউনিকেশন, এ্যাডভোকেসি এ্যান্ড পার্টনারশিপ সেকশন জিন জ্যাকুয়েস সাইমন এবং ইউনিসেফের কম্যুনিকেশন অফিসার ইফতেখার আহমেদ চৌধুরী। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা দুই গ্রুপ রানার্সআপকে নিয়ে ঢাকায় হবে চূড়ান্তপর্বের লড়াই। চূড়ান্তপর্বে ৮টি দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার্সআপ উঠবে সেমিফাইনালে, তারপর ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার এবং রানার্সআপ দল পাবে ২৫ হাজার টাকা পুরস্কার। অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি দল পাবে ১৫ হাজার টাকা করে। এই আসর থেকে বাছাই করা খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে।
×