ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ২৩:২৭, ২০ জুন ২০১৯

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন রিপোর্টার ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে মানারুল (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের তারাপুর মোন্নাপাড়া গ্রামের নুহু মোন্নার ছেলে। জানা যায়, বুধবার দিবাগত রাতে শিংনগর সীমান্ত অতিক্রম করে মানারুল ভারতে প্রবেশ করে। বৃহস্পতিবার ভোরে সে বাংলাদেশে ফেরার পথে বিএসএফ’র গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়। মানারুল সীমান্ত চোরাচালানে জড়িত ছিল। স্থানীয় একটি সূত্র জানায়, মানারুল আজ ভোর ৫টার দিকে ১৬ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ শোভাপুর ক্যাম্প সদস্যদের গুলিতে ভারতীয় ভূখন্ডে নিহত হয়। সকালে স্থানীয়রা তার লাশ সীমান্তে পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে আসে। মনাকষা ইউনিয়নের একাধিক ইউপি সদস্য মানারুলের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩’বিজিবি ব্যাটালিযন অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ সরোয়ার বা দায়িত্বশীল অন্য কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান তারাপুর শিংনগর এলাকায় মরদেহ পড়ে থাকার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
×