ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

'মিশরের নিরাপত্তা বাহিনী মুরসির জন্য শোকানুষ্ঠান করতে দেয়নি'

প্রকাশিত: ২৩:৩৩, ২০ জুন ২০১৯

'মিশরের নিরাপত্তা বাহিনী মুরসির জন্য শোকানুষ্ঠান করতে দেয়নি'

অনলাইন ডেস্ক ॥ মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির ছেলে আব্দুল্লাহ মুরসি জানিয়েছেন, তার পিতার জন্য নিজেদের বাসভবনে শোকানুষ্ঠান করতে দেয়নি দেশটির নিরাপত্তা বাহিনী। সম্প্রতি তিনি কায়রোয় সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। গত ১৭ জুন মিশরের একটি আদালতের এজলাসে আত্মপক্ষ সমর্থন করে বক্তৃতা দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মোহাম্মাদ মুরসি। এর আগে গত ৭ মে তিনি আদালতে বলেছিলেন, তার জীবন হুমকির মুখে। ২০১৩ সালে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর তাকে আর স্বাধীনভাবে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হয়নি। ছয় বছর নির্জন প্রকোষ্ঠে কাটানো মুরসিকে মাত্র তিনবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মৃত্যুর পরও মুরসির মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বরং মঙ্গলবার ভোরে কঠোর গোপনীয়তায় রাজধানী কায়রোয় তাকে দাফন করা হয়। মুরসির পরিবারের পক্ষ থেকে সারকিয়া প্রদেশের নিজ শহরে তার দাফনের আবেদন জানালে তা নাকচ করে দেয় কর্তৃপক্ষ। তবে কায়রোর নাসর এলাকায় কঠোর গোপনীয় ওই দাফনে মুরসির পরিবারের সদস্যদের উপস্থিত থাকার অনুমতি দেয়া হয় বলে কোনো কোনো সূত্র জানালেও অন্যান্য সূত্র তা নিশ্চিত করেনি। এরপর সাবেক প্রেসিডেন্টের জন্য শোকানুষ্ঠানেও বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেল।
×