ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সভাপতির বিরুদ্ধে সহসভাপতির মামলা

প্রকাশিত: ০৯:৩৩, ২১ জুন ২০১৯

 সভাপতির বিরুদ্ধে সহসভাপতির  মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি নুুরুল আনোয়ারের বাসায় হামলার ঘটনায় মামলা হয়েছে সভাপতি ডাঃ শাহাদাত হোসেনসহ বিশ জনের বিরুদ্ধে। বুধবার রাতে সিএমপির চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন নুরুল আনোয়ার। চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, মামলায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেনকে প্রধান আসামি এবং মহানগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজউল্লাহ ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম তালুকদারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়। তবে মামলার অন্যতম আসামি গাজী সিরাজউল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, নুরুল আনোয়ারের বাসায় হামলার ঘটনার সঙ্গে তাদের কোন সংশ্লিষ্টতা নেই। বিষয়টি সম্পূর্ণ পারিবারিক ঘটনা। উল্লেখ্য, বুধবার বিকেলে মহানগর বিএনপির সহসভাপতি নুরুল আনোয়ারের চান্দগাঁও থানার কে.বি আমান আলী রোডের মনোরমা আবাসিক এলাকার বাসায় হামলার ঘটনা ঘটে। মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের নির্দেশে ছাত্রদল সভাপতি গাজী সিরাজের নেতৃত্বে ১০/১২ জন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ আনোয়ারের। তিনি জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির একটি কমিটি গঠনে ডাঃ শাহাদাতের হস্তক্ষেপের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে এ ক্ষোভ।
×