ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:৩৫, ২১ জুন ২০১৯

টুকরো খবর

চট্টগ্রামে শতাধিক বসতঘর পুড়ে ছাই স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় একটি বস্তিতে অগ্নিকান্ডে শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ভেড়া মার্কেট বস্তিতে আগুনের সূত্রপাত হয় সকাল সাড়ে ৯টার দিকে। খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৩টি গাড়ি অকুস্থলে ছুটে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকান্ডে বিভিন্ন মালিকের অন্তত একশ’ বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আশপাশের স্থাপনাগুলো রক্ষা পেয়েছে। উল্লেখ্য, চাক্তাই ভেড়া মার্কেটের আরেকটি বস্তিতে গত ১৬ ফেব্রুয়ারি আগুন লেগেছিল। ভয়াবহ ওই আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় ৮ জন। বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে ঠিক পাশের বস্তিতে। . সন্ত্রাসীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২০ জুন ॥ বুধবার রাতে টঙ্গীর দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুলের সামনে দু’দল সন্ত্রাসীর পূর্ব বিরোধের ঘটনাকে কেন্দ্র করে এক সন্ত্রাসীর ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলেছে অপর এক সন্ত্রাসী গ্রুপ। হাত বিচ্ছিন্ন হওয়া সন্ত্রাসী যুবকের নাম ভাইস্তা ফারুক (২৫)। তার বাবার নাম আবদুল মালেক। গাজীপুরের বোর্ড বাজার হারিকেন এলাকায় তার বাসা। স্থানীয় লোকজন জনকণ্ঠকে জানান, ভাইস্তা ফারুক ৪ কিলো দূরের হারিকেন এলাকা থেকে টঙ্গীর দত্তপাড়ায় এসে স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে মিলে মাস্তানি করে বেড়াত। ছিনতাই, ঠেক দিয়ে মানুষের সব কিছু লুটে নিত। ভয়ভীতি দেখাত নিরীহ মানুষদের। কোন কোন সময় চাঁদার দাবিতে বাড়ি ঘরেও হামলা চালাত এই সন্ত্রাসী। সে নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে হেন কোন আকাম-কুকাম নেই সে করত না। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। টঙ্গী থানার ওসি কামাল হোসেন জানান, সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় ভাইস্তা ফারুক নামে এক সন্ত্রাসীকে মারত্মকভাবে কুপিয়ে জখম করা হয়েছে।
×