ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিবাদে সড়ক অবরোধ

যশোরে বাসচাপায় দুই ছাত্র নিহত

প্রকাশিত: ০৯:৩৭, ২১ জুন ২০১৯

 যশোরে বাসচাপায় দুই ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুরে হানিফ পরিবহনের বাসচাপায় দুই মেধাবী স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কোচিং শেষে বাড়ি ফেরার পথে যশোর-সাতক্ষীরা মহাসড়কের খইতলা স্থানে এ ঘটনা ঘটে। নিহত দুজনই উপজেলার ধলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। নিহতরা হলো ধলিগাতি গ্রামের খাইরুল বাশারের ছেলে আশিকুর রহমান এবং অপর জন পার্শ্ববর্তী জামলা গ্রামের আবুল কালামের ছেলে আল-আমিন। নিহত আশিকুর রহমানের চাচা নজরুল ইসলাম জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে আশিক ও আল-আমিন কোচিং শেষে বাইসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহন দুই জনকেই চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান আশিকুরকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত আল-আমিনকে যশোর ২শ’৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এদিকে তাদের মৃত্যুর খবর শুনে সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়ে। এক পর্যায় বিক্ষুব্ধ সহপাঠীসহ এলাকাবাসী পরিবহনের চালকসহ জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে যশোর-সাতক্ষীরা মহাসড়কের ওপর (সুন্দলপুর বাজার) কাঠের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে চালকসহ জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ উঠিয়ে নেয়। . ট্রেনের ধাক্কায় ছাত্রীর মৃত্যু অন্যদিকে, যশোরে ট্রেনের ধাক্কায় সানজিদা সেতু টুম্পা (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শহরের পালবাড়ি মোড়ের বাঙালীপাড়ায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত টুম্পা যশোর শহরের চোরমারা দীঘিরপাড়া এলাকায় গ্রিনলাইন পরিবহনের চালক সিরাজুল ইসলাম বাবুর মেয়ে। তিনি যশোর সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। নিহতের স্বজন রফিকুল ইসলাম জানান, টুম্পা ও তার মা প্রতিদিন ভোরে হাঁটতে বের হয়। বৃহস্পতিবার টুম্পা একা হাঁটতে বের হয়। এদিন তার মা হাঁটতে যায়নি। সকাল ৭টার দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পালবাড়ি বাঙালীপাড়ায় পৌঁছলে খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই টুম্পা মৃত্যু হয়। . চট্টগ্রামে যুবক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, হাটহাজারীতে বাস-পিকআপের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোঃ রনি (২৩) দুর্ঘটনাকবলিত পিকআপটির চালক। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল ৯টার দিকে হাটহাজারী সরকারহাট এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রনি। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। . নীলফামারীতে শিক্ষক স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, জেলার কিশোরীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মাহামুদুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার রণচন্ডি ইউনিয়নের সোনাকুড়ি আলতাফের স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহামুদুল ইসলাম উপজেলার রণচন্ডি আফতাব উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বড়ভিটা মেলাবর গ্রামের মৃত নাজের আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই শিক্ষক সোনাকুড়ি বাজারের আলতাবের স্ট্যান্ডের পাশে রংপুর থেকে আসা ট্রাকটির চালক সড়কের পাশে দাঁড় করিয়ে মসজিদে নামাজ আদায় করতে যান। এ সময় গাড়াগ্রাম বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়া ওই শিক্ষক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ পাকা রাস্তায় ছিটকে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। . কিশোরগঞ্জে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার পাকুন্দিয়ায় গরু বোঝাই টমটম উল্টে ছমির উদ্দিন (৫২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার মৃত মাওলানা আবদুল হেকিমের ছেলে। বুধবার রাতে উপজেলার মান্দারকান্দি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিকলী উপজেলা থেকে চারটি গরু নিয়ে নিহত ছমির উদ্দিন বুধবার সন্ধ্যার পর টমটমযোগে তার নিজ এলাকা কাপাসিয়ায় যাচ্ছিল। পথিমধ্যে পাকুন্দিয়ার মান্দারকান্দি চৌরাস্তা সংলগ্ন এলাকায় পৌঁছলে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ছমির উদ্দিন পাকা রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। . আশুলিয়ায় দুই আরোহী সংবাদদাতা সাভার থেকে জানান, চলন্ত ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই জন হলেন শেখ সদর আলী (৬০) ও আলমগীর হোসেন (২৮)। এর মধ্যে শেখ সদর আলী নড়াইল জেলার মৃত লাল মিয়ার ছেলে এবং আলমগীর হোসেন সাতক্ষীরা জেলার সামাদ ফকিরের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, ওই দুই মোটরসাইকেল আরোহী নবীনগর চন্দ্রা মহাসড়কে দিয়ে জিরানী এলাকার দিকে যাচ্ছিল। পথে শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে দ্রুতগতির মোটরসাইকেলটি একটি চলন্ত ট্রাকের নিচে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলে ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
×