ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে ছাত্র নিহত

প্রকাশিত: ০৯:৩৮, ২১ জুন ২০১৯

সুনামগঞ্জে তুচ্ছ  ঘটনায় সংঘর্ষে  ছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২০ জুন ॥ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে মাছের গাড়ি শরীরে লাগাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শাহানুর মিয়া (১৭) নামে দশম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধসহ মোট ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় পাগলা বাজারে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মাছের গাড়ির চালক আলী হোসেনের গাড়িটি রায়পুর গ্রামের রাজন মিয়ার শরীরে লাগলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দু’গ্রামবাসী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে পাগলা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রায়পুর গ্রামের মোঃ বুরহান উদ্দিনের ছেলে শাহানুর মিয়া ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
×