ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পায়রা বিদ্যুত কেন্দ্রের শ্রমিকরা কাজে ফিরেছেন

প্রকাশিত: ০৯:৩৮, ২১ জুন ২০১৯

 পায়রা বিদ্যুত কেন্দ্রের  শ্রমিকরা কাজে  ফিরেছেন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া এলাকার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুত কেন্দ্রে এক বাঙালী শ্রমিকের মৃত্যুর পর লাশ গুমের গুজবের ঘটনাকে কেন্দ্র করে চীনা ও বাঙালী শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং আহত এক চীনা শ্রমিকের মৃত্যুর ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুত কেন্দ্র কর্তৃপক্ষ, স্থানীয় জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে এসব কমিটি গঠন করা হয়। অপরদিকে খবর পেয়ে বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ হেলিকপ্টার যোগে ঘটনাস্থল পৌঁছে শ্রমিকদের দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে প্রতিমন্ত্রী শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হাফিজ জানান, বাঙালী ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে বুধবার দুপুরে পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে পৌঁছেন বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বাঙালী ও চীনা শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিমন্ত্রী উভয়পক্ষের দাবি শুনে তা বিবেচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে শ্রমিকদের কাজে ফিরে যেতে বলেছেন। পরে শ্রমিকরা কাজে ফিরেছেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে বিজিবি, র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
×