ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ভ্যান চালককে জবাই

প্রকাশিত: ০৯:৩৯, ২১ জুন ২০১৯

 বগুড়ায় ভ্যান চালককে জবাই

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার গাবতলি উপজেলার সেনারায় ইউনিয়নের আটবাড়িয়া তেলকুপি এলাকায় সিরাজুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক খুন হয়েছে। বৃহস্পতিবার সকালে তার জবাই করা লাশ পাওয়া যায়। পুলিশ জানায়, উপজেলার বামুনিয়া পোদ্দারপাড়া গ্রামের আমছার আলীর ছেলে সিরাজুল ব্যাটারিচালিত রিক্সা ভ্যানসহ কৃষিকাজ করতেন। বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। সকালে একটি কলা ক্ষেতে তার জবাই করা লাশ পাওয়া যায়। পুলিশ জানায়, তাকে শ্বাসরোধ ও জবাই করে হত্যা করা হয়েছে। সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। . খাগড়াছড়িতে ছাত্রের লাশ উদ্ধার পার্বত্যাঞ্চল প্রতিনিধি থেকে জানান, নিখোঁজের দুই দিন পর খাগড়াছড়ি শহরে খাগড়াপুর এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় প্রভাকর ত্রিপুরা রানা নামে এক কলেজছাত্রের লাশ উদ্বার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় বাড়ির পেছনের একটি গর্ত থেকে পুলিশ তার লাশ উদ্বার করে। নিহত রানা খাগড়াছড়ি শহরের খাগড়াপুর এলাকার সুরেন্দ্র ত্রিপুরার ছেলে ও ঢাকার সরকারী বাংলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। প্রতিবেশীরা জানান, গত মঙ্গলবার রাতে বড়ভাই হিরনজিতদের বাড়িতে ঘুমায় রানা। সকাল থেকে তার কোন খোঁজখবর না পাওয়ায় এবং বাড়ির পেছনের দরজায় রক্তের দাগ দেখে বিভিন্ন জায়গায় তার খোঁজ নেয়া হয়। বৃহস্পতিবার সকালে বড়ভাইয়ের বাড়ির পেছনে সেপটিক ট্যাকের জন্য তৈরি করা গর্তে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। . যশোরে যুবক স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, শহরতলীর খড়কি এলাকার মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্লাস্টিকের বস্তায় মোড়ানে অবস্থায় একটি ড্রামের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, ভোর ৫টার দিকে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন একটি পিকআপ থেকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে মরদেহটি বস্তাবন্দী করে ড্রামের মধ্যে ঢুকিয়ে লিচুপাতা দিয়ে মুখ আটকে ফেলে যায় দুর্বৃত্তরা। সকাল ৮টার দিকে ওই ড্রাম থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। . সাভারে দুই নারী সংবাদদাতা সাভার থেকে জানান, পৃথক স্থান থেকে অজ্ঞাত এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার ওয়াপদা রোড ও উপজেলার বিরুলিয়া ইউনিয়নের তুরাগ নদী থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, ওয়াপদা রোড এলাকার একটি বাড়ির কক্ষে আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দোলা খাতুন নামের (১৮) এক নারীর লাশ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অন্যদিকে, বিরুলিয়ার তুরাগ নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আজগর আলী। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
×