ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বাংলাদেশ আণবিক শক্তিধর হবে’

প্রকাশিত: ০৯:৪৪, ২১ জুন ২০১৯

 ‘বাংলাদেশ আণবিক শক্তিধর হবে’

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২০ জুন ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ এখন আণবিক শক্তিতে পরিণত হচ্ছে। ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুত কেন্দ্র, রূপপুরে পারমাণবিক বিদ্যুত কেন্দ্রসহ অনেক আণবিক শক্তি সমৃদ্ধ দেশের তালিকায় বাংলাদেশ। বৃহস্পতিবার ভোলার চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বজ্রগোপাল টাউনহলে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এতিমের টাকা চুরি করার জন্য খালেদা জিয়াকে বিচারিক আদালত এবং আপীল আদালত সাজা দিয়েছে। বিচারিক আদালত সাজা দিয়ে ছিল ৫ বছর। আপীল আদালত সেই সাজা বাড়িয়ে ১০ বছর করেছে। এখন আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের গতি কোথায় গিয়ে দাঁড়ায় দেখেন।
×