ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়া উপনির্বাচন

শেষ সময়ের জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা, প্রচার বন্ধ কাল থেকে

প্রকাশিত: ০৯:৪৬, ২১ জুন ২০১৯

 শেষ সময়ের জনসংযোগে  ব্যস্ত  প্রার্থীরা,  প্রচার বন্ধ  কাল থেকে

স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। সময় মাত্র ৭২ ঘণ্টা বাকি। আগামীকাল শনিবার সকাল ন’টার পরই প্রচার বন্ধ। ২৪ জুন সোমবার সকাল ন’টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। প্রার্থীদের ঘুম উধাও। তবে এখনও অনেক ভোটারের বাড়িতে পদধূলি পড়েনি প্রার্থীদের। এক প্রার্থী জানালেন, ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। ক’জনার বাড়িতে যাই। এদিকে বগুড়া নগরী এখন মাইকের প্রচার ও স্লোগানে মুখর। বুধবার রাতে বগুড়া সার্কিট হাউসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বগুড়া-৬ শূন্য আসনের প্রার্থীগণের সঙ্গে মতবিনিময় করেন। ৭ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী নুরুল ইসলাম ওমর সিইসির ডাকে সাড়া দেননি। আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম টি জামান নিকেতা জানান, জনগণের রায়ের প্রতি তিনি শ্রদ্ধাশীল।
×