ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যেখানে শিশুর মৃত্যুর সময়ও পাশে থাকতে পারেন না পিতামাতা

প্রকাশিত: ০৯:৫২, ২১ জুন ২০১৯

  যেখানে শিশুর মৃত্যুর সময়ও পাশে থাকতে পারেন  না পিতামাতা

প্রথমে দেখলে মনে হবে, শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র কোন কিছুরই অভাব নেই। হাসপাতালের নয়টি বেডে নয়টি ছোট্ট নবজাতক শিশু শুয়ে আছে। তাদের সবার শরীরে টিউব সংযোজন করা। মনিটরে শরীরের অবস্থা ভেসে উঠছে। নার্সরা এক বেড থেকে আরেক বেডের কাছে যাচ্ছেন। সেখানে বসে কাজ করছেন শিশু চিকিৎসক। দেখে মনে হয় তিনি খুবই ক্লান্ত। কিন্তু একটি জিনিসের খুবই অভাব। সেখানে কোন শিশুরই পিতামাতা নেই। তাদের কাউকে কাউকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে, কিংবা কেউ উদ্বিগ্ন হয়ে নিচতলার ক্যাফেটেরিয়ায় কফি খাচ্ছে। কিন্তু জেরুজালেমের ফিলিস্তিনী হাসপাতালে দুটি শিশুর মায়েরা ইসরাইলের অবরোধ করা গাজায় দেড় ঘণ্টারও বেশি আটকে থাকায় শিশুদের কাছে যেতে পারেননি। কিন্তু পরে দুটি শিশুই মারা যায়। এদের একজন তার মাকে শেষবারের মতো দেখতে পারেনি। দরিদ্র ও সংঘাত কবলিত গাজা থেকে গুরুতর অসুস্থ ফিলিস্তিনী শিশুদের উন্নত চিকিৎসার জন্য মাকাসেদ হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে তারা ভোগান্তির শিকার হচ্ছে এবং স্বজনের দেখা না পেয়েই মৃত্যুবরণ করছে। চিকিৎসার জন্য গাজা থেকে বাইরে যাওয়ার জন্য কোন কোন ক্ষেত্রে অনুমতি দিয়ে থাকে ইসরাইল, কিন্তু সবাইকে না। একইভাবে অনেক রোগীর পিতামাতাকে যেতে দেয়া হয় না এবং ইচ্ছাকৃতভাবে ব্যাপক সময়ক্ষেপণ করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, গত বছরের শুরু থেকে এ পর্যন্ত গাজা থেকে যাওয়া ৫৬ শিশুকে তাদের পিতামাতা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এদের মধ্যে ছয় শিশু মৃত্যুর সময় তাদের পিতামাতাকে দেখতে পারেনি। এর মধ্যে একটি ঘটনা হলো- গাজার ২৪ বছর বয়সী মা হিবা সোয়াইলামকে দুই মাস আগেই এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিতে জেরুজালেম যাওয়ার অনুমতি দেয়া হয়। এদের মধ্যে দুজনের ওজন ছিল এক ব্যাগ চিনির চেয়েও কম। কিন্তু হিবার অবস্থানের সময়সীমা শেষ হয়ে যায় এবং তাকে গাজায় ফিরে আসতে হয় সন্তানদের রেখেই। যখন তার প্রথম সন্তান নয় দিন বয়সে মারা যায়, তখন তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি। আর দ্বিতীয়টি যখন দুই সপ্তাহ পর মারা যায়, তখনও তিনি সেখানে ছিলেন না। তাকে ফোন করে তাদের মৃত্যুর সংবাদ জানানো হয়। বেঁচে যাওয়া তৃতীয়জনও তার জীবনের প্রথম মাস মাকে ছাড়াই কাটিয়েছে। -গার্ডিয়ান
×