ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে কোবিন্দ

তিন তালাক প্রথা বাতিল করা জরুরী

প্রকাশিত: ০৯:৫২, ২১ জুন ২০১৯

 তিন তালাক প্রথা  বাতিল করা  জরুরী

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, নারীদের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য তিন তালাক ও নিকাহ হালালার মতো প্রথা বাতিল করা জরুরী। বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে রামনাথ কোবিন্দ এ কথা বলেন। খবর এনডিটিভি অনলাইনের। ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ফের ক্ষমতায় আসায় দলটির নেতৃত্বে প্রশংসা করেন কোবিন্দ। বক্তব্যের শুরুতে ভারতের রাষ্ট্রপতি বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি সপ্তদশ লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছেন এবং আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, এ নির্বাচনে মহিলাদের গুরুত্বপূর্ণ উত্থান হয়েছে। ভোটার কিংবা জয়ী প্রার্থী- দুইদিক দিয়েই এটা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, বিজেপির গতবারের উন্নয়নের ফলেই ভারতের সাধারণ মানুষ দলটিকে পুনরায় ভোট দিয়েছে। এ সময় ভারতের পার্লামেন্টে উপস্থিত সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়ে রামনাথ কোবিন্দ বলেন, তিন তালাক ও নিকাহ হালালার মতো প্রথা মুসলিম সম্প্রদায়ের নারীদের জন্য অবমাননাকর ও অনৈতিক। তাই ভারতের মা-বোনদের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য তিন তালাক ও নিকাহ হালালার মতো প্রথা তৎক্ষণাৎ বাতিল করতে হবে। মোদি সরকারের প্রথম দফায় তিন তালাক ও নিকাহ হালালা প্রথা বাতিলের চেষ্টা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারের নির্বাচনী প্রচারে এই প্রথা বাতিলের পক্ষে একাধিকবার কথা বলেন। বিজেপির এবারের নির্বাচনী ইশতেহারেও এসব প্রথা বাতিলের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আবার ভারতের সুপ্রীমকোর্টও একসঙ্গে তিন তালাক দেয়ার রীতিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে। মোদি সরকার গতবার কয়েক দফা এই আইনটি সংসদে পাস করতে চাইলেও অবশেষে তা করতে পারেনি। রামনাথ কোবিন্দ তার ভাষণে জঙ্গী ইস্যু, দুর্নীতি, উন্নয়ন, শিক্ষাসহ অন্যান্য বিষয়ে কথা বলেন। কোবিন্দ আরও বলেন, ‘বহুদিন ধরে ভারতের আপামর জনগণের মৌলিক সমস্যাগুলোর ওপর নজর দেয়া হয়নি। সেগুলো মেটানো হয়নি।
×