ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাজেটে সঞ্চপত্রে বিনিয়োগকারীদের স্বপ্নভঙ্গ

প্রকাশিত: ১০:০১, ২১ জুন ২০১৯

 বাজেটে সঞ্চপত্রে বিনিয়োগকারীদের স্বপ্নভঙ্গ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সঞ্চয়পত্রে স্বপ্নভঙ্গ হয়েছে সাধারণ মানুষের। বিশেষ করে উৎসে কর ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করায় হতাশ মধ্যবিত্ত বিনিয়োগকারীরা। তাদের মতে সরকার সঞ্চয়পত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার মাধ্যমে প্রকৃত ভোক্তা নির্ধারণ করার ব্যবস্থা নিয়েছে যা ইতিবাচক। কিন্তু উৎসে কর বাড়ানোর মাধ্যমে পেনশনভোগী কিংবা মধ্যবিত্তের পকেটে হাত দিয়েছে যা অনাকাক্সিক্ষত। বিশ্লেষকরা বলছেন, উৎসে কর ৫ শতাংশ রাখাই যথাযথ। সোনালী ব্যাংকের সঞ্চয়পত্রের লভ্যাংশ বিতরণ কাউন্টার। বাজেট প্রস্তাবের পর প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত লভ্যাংশ তুলতে সাধারণ বিনিয়োগকারীদের উপচে পড়া ভিড়। যাদের অনেকেরই সংসার চলে এ টাকায়। কিন্তু মুনাফায় উৎসে কর বাড়ানোর খবরে তাদের চোখেমুখে এখন রাজ্যের হতাশা। বাজেট প্রস্তাব বাস্তবায়ন হলে পয়লা জুলাই থেকে দশ হাজার টাকা মুনাফা তুলতে কর দিতে হবে এক হাজার টাকা। আগে ৫শ’ টাকা দিলেই চলত। আর এ বাড়তি কর এড়াতেই এ ভিড়। সঞ্চয় অধিদফতরের সহকারী পরিচালক লতিফ মোঃ হোসাইন তৌফিক জানায়, এখনও উৎসে কর নিয়ে কোন নির্দেশনা পাননি তারা। বাজেট প্রস্তাবের পর থেকে ভিড় এতটাই বেড়েছে যে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষক নূরুল আমিন মনে করেন, প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র নিয়ে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে তার বেশিরভাগই ইতিবাচক। তবে খুঁজে পাননি উৎসে কর দশ শতাংশ করার কোন যৌক্তিকতা। তার মতে, পেনশনভোগী কিংবা ক্ষুদ্র বিনিয়োগকারীদের ওপর করের এই বোঝা চাপানো ঠিক হচ্ছে না।
×