ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপার কম্পিউটারের তালিকায় পিছিয়ে পড়েছে চীন

প্রকাশিত: ১০:০২, ২১ জুন ২০১৯

 সুপার কম্পিউটারের তালিকায় পিছিয়ে পড়েছে চীন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের সবচেয়ে ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটারের তালিকায় শীর্ষস্থান আগেই হারিয়েছে চীন। সর্বশেষ তালিকায় এখন দেশটির শীর্ষ সুপার কম্পিউটারটির অবস্থান তৃতীয়। ‘দ্যা টপ ৫০০’ নামের তালিকাটি প্রতি ছয় মাস অন্তর বিশ্বের শীর্ষ ৫০০টি সুপার কম্পিউটারের তালিকা হালনাগাদ করে। সে তালিকাতেই প্রথম দুটি অবস্থান নিয়েছে দুটি মার্কিন সুপার কম্পিউটার। তালিকায় ২০০ পেটাফ্লপ প্রসেসিং ক্ষমতা নিয়ে শীর্ষে রয়েছে ‘সামিট’ নামের সুপার কম্পিউটার। এক পেটাফ্লপ মানে হচ্ছে সেকেন্ডে ১০ লাখ বিলিয়ন হিসাব করার ক্ষমতা। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, ৩০ বছর ধরে কোন ডেস্কটপ কম্পিউটার যে হিসাব করবে সেই হিসাব করতে এই সুপার কম্পিউটারের লাগবে স্রেফ এক ঘণ্টা। ছয় মাস আগের হিসাব থেকে সুপার কম্পিউটারের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান জোরদার হয়েছে। ৫০০টি সুপার কম্পিউটারের মধ্যে ছয়মাস আগে আমেরিকার ছিল ১০৯টি সুপার কম্পিউটার আর নতুন তালিকায় রয়েছে ১১৬টি। অবশ্য সুপার কম্পিউটার সংখ্যার দিক থেকে চীনের অবস্থান এখনও ১ নম্বরে মোট ২১৯টি, যদিও ছয় মাস আগে তাদের ছিল মোট ২২৭টি। সুপার কম্পিউটারগুলো বিশেষায়িত কাজ করে থাকে।
×