ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামিন চাইতে গিয়ে লতিফ সিদ্দিকী জেলে

প্রকাশিত: ১০:৪৯, ২১ জুন ২০১৯

  জামিন চাইতে গিয়ে লতিফ সিদ্দিকী  জেলে

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দুর্নীতি মামলায় বগুড়ায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর করেছে আদালত। জামিনের আবেদন নামঞ্জুর করার পর তাকে জেলহাজতে পাঠানো হয়। বগুড়ার আদমদীঘি থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার তিনি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। দুদক ও মামলা সূত্রে জানা যায়, পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে আব্দুল লতিফ সিদ্দিকী বগুড়ার আদমদিঘি থানার দরিয়াপুর মৌজায় অবস্থিত বাংলাদেশ জুট কর্পোরেশনের (বিজিসি) ২ দশমিক ৩৮ একর সম্পত্তি সরকারী বিধি ও নীতিমালা ভঙ্গ করে বগুড়ার কাটনারপাড়ার জাহানারা রশিদের নিকট বিক্রি করেন। দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি তদন্ত করে আব্দুল লতিফ সিদ্দিকী ও জাহানারা রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় আব্দুল লতিফ সিদ্দিকী ব্যক্তিস্বার্থে লাভবান হওয়ার অসৎ উদ্দেশে ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক বিশ্বাস ও সরকারী সম্পত্তি বিক্রির নীতিমালা ভঙ্গ করেছেন। বৃহস্পতিবার তিনি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে সাবেক মন্ত্রীর জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
×