ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এশিয়ান স্কুল র‌্যাপিড দাবায় খুশবু অপরাজিত চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১১:৩৬, ২১ জুন ২০১৯

 এশিয়ান স্কুল র‌্যাপিড দাবায় খুশবু অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান স্কুল র‌্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ অনুর্ধ-৭ বালিকা বিভাগে বাংলাদেশের এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ারসিয়া খুশবু অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। উজবেকিস্তানের তাসখন্দে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ আসরে ৭ ম্যাচে সাড়ে ৬ পয়েন্ট পেয়ে দেশসেরা এই খুদে দাবাড়ু এ কৃতিত্ব দেখায়। এ আসরে ৭ দেশের ১৭ দাবাড়ু অংশ নেয়। এর মধ্যে ৪ রেটেড ও ১৩ নন-রেটেড দাবাড়ু ছিল। খুশবু এই ইভেন্টে শীর্ষ বাছাই দাবাড়ু ছিল। সে বাংলাদেশের একটি সফটওয়্যার কোম্পানি বিট মাসকট প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ আসরে অংশ নেয়। উজবেকিস্তানে ২১ জুন থেকে শুরু হওয়া স্ট্যান্ডার্ড টুর্নামেন্টেও অংশ নেবে খুশবু। এছাড়া একই দেশে ২৭ জুন অনুষ্ঠেয় ব্লিটজ ইভেন্টেও অংশ নেবে। মাত্র ৭ বছর বয়সী খুশবু গত বছর উজবেকিস্তানে অনুষ্ঠেয় এই আসরের অনুর্ধ-৬ গ্রুপে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সে বর্তমানে বাংলাদেশে যুব দাবা প্রতিযোগিতার অনুর্ধ-৮ (বালিকা) বিভাগের শীর্ষ দাবাড়ু। দেশী-বিদেশী সবধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৯টিতে চ্যাম্পিয়ন, ৬টিতে রানারআপ এবং ১টিতে তাম্রপদক পেয়েছে। এর মধ্যে আছে তিনটি আন্তর্জাতিক শিরোপা। অথচ ক’দিন আগেও একটি মাত্র বিমান টিকেট এবং নিবন্ধন ফি’র অর্থের অভাবে খুশবুর উজবেকিস্তানে যাওয়া হয়ে পড়েছিল অনিশ্চিত। এ নিয়ে গত ২৮ মে দৈনিক জনকণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ‘খুদে দাবাড়ু খুশবুর আহাজারি’ শিরোনামে। এই রিপোর্টটি প্রকাশের প্রেক্ষিতেই খুশবুর পাশে দাঁড়ায় বিট মাসকট প্রাইভেট লিমিটেড।
×