ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হঠাৎ সরে দাঁড়ালেন এনরিকে

প্রকাশিত: ১১:৩৭, ২১ জুন ২০১৯

 হঠাৎ সরে দাঁড়ালেন এনরিকে

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ করেই সরে দাঁড়ালেন লুইস এনরিকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে যোগদানের এক বছরেরও কম সময়ের মধ্যে স্পেন জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব ছাড়লেন তিনি। এর ফলে স্পেনের দায়িত্ব গ্রহণ করেন তারই সহযোগী রবার্ট মরিনো। গত মার্চ মাস থেকেই কাজে অনুপস্থিত ছিলেন এনরিকে। আর এই সময়টাতে স্পেনের ভার ছিল মরিনোর কাঁধে। এই সময়ে খেলা তিন ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পায় লা রোজারা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রবিয়ালেস এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা সবসময় তাকে সম্মান জানাই। অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করার জন্য তাকে ধন্যবাদ। তারজন্য ফেডারেশনের দরজা সবসময় খোলা থাকবে।’ এনরিকের সমস্যা একান্তই ব্যক্তিগত বলে উল্লেখ করেন তিনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি আরও বলেন, ‘এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত যা আমাদের কিছুই করার ছিল না। আমরা মনে করি সব ভেবেচিন্তেই তিনি সিদ্ধান্তটা নিয়েছেন। তাকে নিয়ে আমাদের দারুণ সব স্মৃতি রয়েছে। এতদিন আমাদের সঙ্গে থাকার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার ভবিষ্যত সাফল্য কামনা করছি।’ পরে এনরিকেও এক বিবৃতিতে দলের সকল স্টাফকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
×