ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বার্মিংহ্যামে ভেনাস বার্টির জয়

প্রকাশিত: ১১:৩৭, ২১ জুন ২০১৯

 বার্মিংহ্যামে ভেনাস বার্টির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারোলিনা পিসকোভা আর ক্রিস্টিনা পিসকোভা সম্পর্কে জমজ বোন। বুধবার বার্মিংহ্যাম ওপেনের শেষ ষোলোতেই একে অপরের মুখোমুখি হয়েছিলেন তারা। তবে শেষ পর্যন্ত ক্রিস্টিনার কাছে হেরে যান ক্যারোলিনা। দুর্দান্ত খেলে এদিন ক্রিস্টিনা পিসকোভা ৬-২, ৩-৬ এবং ৭-৬ (৯/৭) গেমে পরাজিত করেন তারই জমজ বোন ক্যারোলিনা পিসকোভাকে। হারের পর স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ ক্যারোলিনা পিসকোভা। ম্যাচের পর তিনি বলেন, ‘আমরা উভয়েই নার্ভাস ছিলাম। ম্যাচে জিতি কিংবা হারি সেটা নিয়ে মোটেও চিন্তিত ছিলাম না। কিন্তু আমরা একে অপরের বিপক্ষে খেলিনি অনেক বছর হয়ে যায়। যে কারণে আমরা কেউই বুঝতে পারছিলাম না যে ম্যাচে কি ঘটতে যাচ্ছে।’ বিশ্ব টেনিসে গত কয়েক বছর ধরেই দাপট দেখাচ্ছেন পিসকোভা। উত্থান ঘটেছে তার র‌্যাঙ্কিংয়েও। বর্তমানেও বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান তবে র‌্যাঙ্কিংয়ের যে কোন অবস্থানেই থাকুক না কেন ক্যারোলিনাকে তার বোন হিসেবেই দেখেন ক্রিস্টিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাকে শীর্ষ তিনে থাকা খেলোয়াড় হিসেবে দেখি না বরং শুধু আমার বোন হিসেবেই দেখি। তবে আমি যদি তাকে ছাড়া র‌্যাঙ্কিংয়ের এক কিংবা দ্বিতীয় স্থানে থাকা কাউকে হারাতে পারতাম তাহলে অনেক বেশি খুশি হতাম। কিন্তু এই মুহূর্তে আমি খুব স্বাভাবিক।’
×