ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘কবির সিং’ একদিনে আয় ২০ কোটি

প্রকাশিত: ০০:৫৭, ২২ জুন ২০১৯

‘কবির সিং’ একদিনে আয় ২০ কোটি

অনলাইন ডেস্ক ॥ মুক্তির দিনে ভারতের বক্স অফিসে বেশ ভালো সংগ্রহ করেছে বলিউড অভিনেতা শহিদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত ‘কবির সিং’। বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, একদিনে এ সিনেমার সংগ্রহ প্রায় ২০ কোটি রুপি। প্রতিবেদনটি আরো জানাচ্ছে, ‘কবির সিং’ যদি ২১ কোটি ছুঁতে পারে, তবে চলতি বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনের আয়ে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের তালিকায় উঠে যাবে। শহিদ কাপুর অভিনীত ‘পদ্মাবত’ মুক্তির দিনে আয় করেছিল ১৮.২১ কোটি রুপি। সেই হিসাবে ‘কবির সিং’ শহিদের হাইয়েস্ট ওপেনার সিনেমা। সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবির সিং’। ২০১৭ সালে মুক্তি পায় ‘অর্জুন রেড্ডি’। ওই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন বিজয় দেবেরাকোন্ডা ও শালিনি পান্ডে। হিন্দি রিমেকে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন শহিদ কাপুর ও হালের আবেদনময়ী কিয়ারা আদভানি। এটিরও পরিচালক সন্দীপ। সিনেমার গল্পে রয়েছে, সাবেক প্রেমিকা প্রীতির (কিয়ারা) অন্যত্র বিয়ের পর ছন্নছাড়া হয়ে যায় কবির সিং (শহিদ)। এরপর আত্মবিধ্বংসী পথ বেছে নেয় কবির। সারাক্ষণ মদ আর ধূমপানে আসক্ত হয়ে পড়ে। হয়ে পড়ে আত্মনিয়ন্ত্রণহীন। ট্রেইলারে রাগান্বিত শহিদকে দেখা গেছে। মারপিটের দৃশ্যও রয়েছে। অন্যদিকে, কিয়ারা স্নিগ্ধ। শহিদ ও কিয়ারার চুমুর দৃশ্যও ঝড় তুলেছে অন্তর্জালে। ‘কবির সিং’ সিনেমায় প্রথমবার শহিদ কাপুরের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করলেন কিয়ারা আদভানি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুরেশ ওবেরয় ও নিকিতা দত্ত। প্রযোজনা করেছেন মুরাদ খেতানি, অশ্বিন বর্দে ও টি-সিরিজ। সূত্র : হিন্দুস্তান টাইমস
×