ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন ॥ সভাপতি সেলিম, সম্পাদক নাসিম

প্রকাশিত: ০৪:৩৫, ২২ জুন ২০১৯

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন ॥ সভাপতি সেলিম, সম্পাদক নাসিম

স্টাফ রিপোর্টার ॥ টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন অভিনেতা আহসান হাবিব নাসিম। শুক্রবার রাত ৮-২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেন তারকারা। ৬০৬ জন ভোটারের মধ্যে এবার ৫১৮ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল আলম সবুজ, মাসুম আজিজ ও বৃন্দাবন দাশ। সভাপতি পদে শহীদুজ্জামান সেলিম পেয়েছেন ৩২৫ ভোট। তিনি অভিনেতা তুষার খান ও মোহাম্মাদ মিজানুর রহমানকে পরজিত করেছেন। অন্যদিকে আহসান হাবিব নাসিম ৪২২ ভোট পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আবদুল হান্নান, তিনি পেয়েছেন ৩৫ ভোট। সহ-সভাপতি পদে তিনজন নির্বাচিত হয়েছেন। আজাদ আবুল কালাম ৩৪৪ ভোট, ইকবাল বাবু ২৭৪, এবং তানিয়া আহমেদ ২৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। যুগ্ম সাধারণ পদে রওনক হাসান ২৮৪ ভোট ও আনিসুর রহমান মিলন ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান জর্জ। অর্থ সম্পাদক পদে মোহাম্মাদ নূর এ আলম নয়ন (৩২২), দফতর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম (১৭৭), অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু (২২৯), আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টি (২০২), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় (২৪২), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল (৩১০) নির্বাচিত হয়েছেন। নতুন মেয়াদে কমিটির ৭টি কার্য নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন নাদিয়া আহমেদ (৩৬৩), সেলিম মাহবুব (৩৫৫), জাকিয়া বারী মম (২৭৬), বন্যা মির্জা (২৬৮), মনিরা বেগম মেমী (২৪৩), শামস সুমন (২৩৮) ও রাজীব সালেহীন (২২৯)। প্রসঙ্গত, এর আগে শেখ মোঃ এহসানুর রহমান, আব্দুল্লাহ রানা ও নূর মুহাম্মদ রাজ্য বাদী হয়ে বেশ কিছু অভিযোগ এনে নির্বাচন স্থগিতের জন্য দ্বিতীয় সহকারী আদালতে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত বুধবার, ১৯ জুন নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত। সিনিয়র সহকারী জজ মোহাম্মাদ শাফি এই আদেশ দিয়েছেন। কিন্তু আদালতের কোন নোটিস পাননি দাবি করে তিন নির্বাচন কমিশনার ২১ জুন নির্বাচন সম্পন্ন করেছেন। এদিকে দ্বিতীয় আদালতের নোটিস জারিকারী মোহাম্মাদ শাহজাহান বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে বলেন, তিনি বৃহস্পতিবার দুপুরেই অভিনয় শিল্পী সংঘের অফিসে যান। সেখানে গিয়ে প্রায় ৮-১০ জনকে দেখতেও পান। কিন্তু আদালত থেকে নোটিস এসেছে শুনেই সবাই অফিস খালি করে বেরিয়ে যান শিল্পী সংঘের নেতাকর্মীরা। কেউ নোটিস গ্রহণ করেননি।
×