ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে শীর্ষ ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

প্রকাশিত: ০৯:৪৯, ২২ জুন ২০১৯

গাজীপুরে শীর্ষ ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শীর্ষ ছিনতাই চক্রের সক্রিয় ৪ জন সদস্যকে হাতে নাতে আটক করেছে র‍্যাব-১’র সদস্যরা। এসময় তাদের কাছ থেকে চাকুসহ নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শনিবার র‍্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলো- নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত দয়াল হোসেনের ছেলে মোঃ শাওন হোসেন ওরফে সাকিব (২২), চাঁদপুরের ফরিদগঞ্জ থানার গজনী এলাকার আবুল কালামের ছেলে মোঃ মামুন হোসেন(২৬), একই জেলার সদও থানার রামচন্দ্রপুর গ্রামের মোঃ সাহাবুদ্দিনের ছেলে মোঃ সালাহ উদ্দিন (২২) ও টাঙ্গাইলের মধুপুর থানার আলোকদিয়া গ্রামের মোঃ জুলহাস উদ্দিনের ছেলে আল-আমিনের ছেলে (১৮)। তারা সবাই গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ভোগড়া এলাকার বিভিন্ন বাড়িতে ভাড়া থাকে। র‍্যাব-১এর ওই কর্মকর্তা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ভোগড়া বাইপাস মোড় এলাকায় ছিনতাই করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল শুক্রবার রাতে অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে র‍্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে র‍্যাব-১এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই ৪ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে দু’টি চাকু, নগদ ৫হাজার ৩৫০ টাকা ও ৬টি মোবাইল সেট জব্দ করা হয়। র‍্যাব’র ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছে। ছিনতাই কাজে বাধা দিলে তারা সাধারণ পথচারীদেরকে অস্ত্র দ্বারা আঘাত করে আহত করার কথা র‍্যাব’র কাছে তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
×