ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনার কিশোরী গণধর্ষণ মামলার আসামি ইকবাল গ্রেফতার

প্রকাশিত: ০১:৫৬, ২৩ জুন ২০১৯

নেত্রকোনার কিশোরী গণধর্ষণ মামলার আসামি ইকবাল গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ কেন্দুয়া উপজেলার চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামী ইকবালকে (২৪) গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৪ এর একটি টিম আজ রবিবার ভোর রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। ধর্ষক ইকবালের বাড়ি জেলার কেন্দুয়া পৌরসভাধীন স্বল্প কমলপুর গ্রামে। তার বাবার নাম সিদ্দিকুর রহমান। র্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক এম শোভন খান সাংবাদিকদের জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ইকবালের অবস্থান সনাক্ত করার পর তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার বন্ধুদের নিয়ে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণের কথা স্বীকার করেছে। জানা গেছে, ইকবাল একই উপজেলার দুল্লী গ্রামের ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ঈদের পরদিন বাড়ি থেকে কৌশলে বের করে আনে। পরে স্বল্প কমলপুর থেকে সাহিতপুর যাওয়ার পথে পাকা রাস্তার পাশে সেচ পাম্পের একটি পরিত্যক্ত ঘরে টানা ছয়দিন আটকে রেখে সে ও তার বন্ধুরা পালাক্রমে তাকে ধর্ষণ করে। ধর্ষণকারীরা গত ১২জুন রাতে তাকে অজ্ঞান অবস্থায় কেন্দুয়া-মদন সড়কের জামতলা এলাকার ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই কিশোরীকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সুস্থ্য হয়ে সে ঘটনার বর্ণনা দেয়। এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে ইকবাল ও তার চার-পাঁচ বন্ধুর বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে ইকবালকে কেন্দুয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
×