ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মানিক লাল সাহার জন্মজয়ন্তী

প্রকাশিত: ০৯:১৭, ২৫ জুন ২০১৯

  স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মানিক লাল সাহার জন্মজয়ন্তী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী জেলার গৌরনদী উপজেলার শিশু একাডেমির প্রতিষ্ঠাতা ওস্তাদ মানিক লাল সাহার ৮০তম জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। গৌরনদী শিশু একাডেমির আয়োজনে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক ও স্বর্গীয় মানিক লাল সাহার পুত্র রাজারাম সাহা, পৌর আওয়ামী লীগের সদস্য গণেষ চন্দ্র দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুস সালেক মামুন, শিক্ষক সুব্রত কুমার পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডলি রানী বনিক, নাট্যকার মনোয়ার হোসেন প্রমুখ।
×