ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নৃত্যাঞ্চলের ছৌ নৃত্য সন্ধ্যা

প্রকাশিত: ০৯:১৭, ২৫ জুন ২০১৯

 নৃত্যাঞ্চলের ছৌ নৃত্য সন্ধ্যা

সংস্কৃতি ডেস্ক ॥ নৃত্যাঞ্চলের উদ্যোগে গত ১৫ জুন থেকে ২২ জুন ছৌ নৃত্য বিষয়ের কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালাটি পরিচালনা করেছেন ভারতের বিশিষ্ট নৃত্য পরিচালক স্বপন মজুমদার। এই কর্মশালায় নৃত্যাঞ্চল স্কুলের প্রায় ১০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। ২৩ জুন, রবিবার, সন্ধ্যা ৭টায় বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ছৌ নৃত্য সন্ধ্যা অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ছৌ নৃত্য পরিবেশন করা হয়। কর্মশালা ও অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নৃত্যাঞ্চলের পরিচালক শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ ও নৃত্যাঞ্চলের সমন্বয়কারী মুহাম্মদ জাহাঙ্গীর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্য পরিচালক গোলাম মোস্তফা খান ও কাজল ইব্রাহিম।
×