ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম দিনে বৈধ হলো ২৪ কোটি টাকার স্বর্ণ

প্রকাশিত: ০৯:২১, ২৫ জুন ২০১৯

 প্রথম দিনে বৈধ হলো ২৪ কোটি টাকার স্বর্ণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আলোচিত স্বর্ণ কর মেলার প্রথম দিনে ঢাকায় ২৪ কোটি টাকার সোনা, রূপা ও হীরা বৈধ করেছেন অন্তত ৩৫ জন ব্যবসায়ী। তিন দিনব্যাপী মেলায় সারাদেশে চার শ’ কোটি টাকার অপ্রদর্শিত সোনা, রূপা ও হীরা ঘোষণার মাধ্যমে বৈধতার আওতায় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্বর্ণ করমেলা বাংলাদেশে এই প্রথম। নীতিমালা না থাকার কারণে এতদিন ধরে হিসাবের বাইরে থাকা সোনা হিসাবের মধ্যে আনতে ব্যবসায়ীদের সহযোগিতায় এই মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। রবিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয় তিন দিনব্যাপী স্বর্ণ করমেলা। বিভাগীয় শহরগুলোতেও দুই দিনব্যাপী মেলায় এক হাজার টাকা কর দিয়ে প্রতি ভরি সোনা বৈধ করা যাচ্ছে। মেলার উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি গঙ্গা চরণ মালাকারের মালিকানাধীন ভেনাস জুয়েলার্স, সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার মালিকানাধীন ডায়মন্ড ওয়ার্ল্ড এবং আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদ ঘোষণা দিয়ে ২১ কোটি টাকার সোনা, রূপা ও হীরা বৈধ করেন। এদিন মোট ২৪ কোটি টাকার সোনা বৈধ করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বলেন, মেলার আরও দুই দিন বাকি আছে। বাকি সময়ের মধ্যে সারাদেশে চার শ’ কোটি টাকার সোনা প্রদর্শন করা হবে বলে আশা করা হচ্ছে।’ বাংলাদেশে ছোট-বড় মিলিয়ে ১৭ হাজার স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন। কেবল ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় রয়েছেন প্রায় ১৪শ’ ব্যবসায়ী। ঢাকায় মেলার মাধ্যমে ২০০ কোটি টাকার সোনা বৈধ হবে বলে ধারণা করছেন আগরওয়ালা। বাংলাদেশে গতবছরের আগে স্বর্ণ নীতিমালা ছিল না। ফলে কোত্থেকে স্বর্ণ আসে এবং কোথায় যায়, এর প্রকাশ্য কোন ব্যাখ্যা কারও জানা ছিল না। গতবছরের অক্টোবরে স্বর্ণ নীতিমালা প্রণয়নের পর এবার অপ্রদর্শিত স্বর্ণ বৈধ করার উদ্যোগ নেয়া হলো।
×