ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বখাটে শিক্ষকের অত্যাচারে লেখাপড়া বন্ধ স্কুলছাত্রীর

প্রকাশিত: ০৯:৪৪, ২৫ জুন ২০১৯

 বখাটে শিক্ষকের অত্যাচারে  লেখাপড়া বন্ধ স্কুলছাত্রীর

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৪ জুন ॥ প্রাইভেট শিক্ষকের হুমকি ও উত্ত্যক্তের শিকার হয়েছে কেশবপুরের বরনডালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। শিক্ষকের নানা রকম হুমকির ভয়ে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে ওই ছাত্রীর। এমনকি সে চলমান অর্ধবার্ষিকী পরীক্ষাও দিতে পারছে না। প্রাইভেট শিক্ষক রিপনের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সে ওই ছাত্রীর ছবি ফটোশপের মাধ্যমে তার ছবির সঙ্গে জুড়ে দিয়ে দুটি ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে প্রচার করেছে। বিদ্যালয় ও ছাত্রীর পিতা কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেও কোন ফল হয়নি। নির্বাহী অফিসার ঘটনা তদন্তের জন্য কেশবপুর থানা পুলিশের নির্দেশ দিয়েছেন। তবে ঘটনার ১০ দিন পার হলেও ওই শিক্ষকের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জানা গেছে, বরনডালী গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে বরনডালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। একই গ্রামের রোকুনুজ্জামান রিপন তাকে প্রাইভেট পড়াত। পড়ানোর সুযোগে শিক্ষক রিপন কৌশলে ওই ছাত্রীর ছবি তার মোবাইলে তুলে রাখে। রিপন ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাব বরাবরই প্রত্যাখ্যান করে। এক পর্যায়ে শিক্ষক রিপনের এই ঘটনা ওই ছাত্রী তার বাবা-মাকে জানায়। এরপর পিতা-মাতা রিপনের কাছে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেন এবং তাকে অন্য শিক্ষকের কাছে প্রাইভেট পড়াতে দেন। এতে ক্ষিপ্ত হয়ে রিপন ওই ছাত্রীর মায়ের মোবাইল ফোনে একের পর এক নানা রকম হুমকির মেসেজ পাঠায়। সে ছাত্রীর বাবা-মাকেও মিথ্যা অপবাদ দেয়াসহ মেয়েকে অন্য ছেলের সঙ্গে বিয়ে না দেয়ার হুমকি দেয়।
×