ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বশেমুরকৃবির কৃষি অর্থনীতি বিভাগের নতুন ডিন প্রফেসর কামরুজ্জামান

প্রকাশিত: ০৯:৪৪, ২৫ জুন ২০১৯

 বশেমুরকৃবির কৃষি অর্থনীতি বিভাগের নতুন ডিন প্রফেসর কামরুজ্জামান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ডিন, (কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ) পদে দুই বছরের জন্য নিয়োগ লাভ করেছেন। ড. কামরুজ্জামান চাঁদপুর জেলার সদর উপজেলার কোরালিয়া রোডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) এবং ১৯৯৬ সালে অত্র বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতি বিষয়ে এমএস ডিগ্রী লাভ করেন। তিনি ২০০৯ সালে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। ইতোপূর্বে ড. কামরুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন বিভাগ দু’টির বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। -বিজ্ঞপ্তি।
×